১৫০ টাকারও কমে ১৫টি OTT-র মজা, সঙ্গে আনলিমিটেড কল, ইন্টারনেট! বাজার কাঁপানো অফার Airtel-র

জিও (Jio) বাজারে আসার পর থেকেই ভারতীয় বাজারে ইন্টারনেট বিপ্লব শুরু হয়েছে। আগে ইন্টারনেটের খরচ এতটাই বেশি ছিল যে, সাধারণ মানুষের পক্ষে রিচার্জ করা এক সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এরপর থেকে ইন্টারনেটে খরচ কমে যাওয়ায় বড়সড় বদল আসে। দেশের একটা বড় অংশের মানুষ স্মার্টফোন ব্যবহার করতে শুরু করেন। আর আজ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ভারত সারাবিশ্বে দ্বিতীয় স্থান দখল করেছে।

ইন্টারনেট জনপ্রিয় হয়ে ওঠার পর থেকে মানুষের মধ্যে বেড়েছে বিভিন্ন OTT প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা। এবার ইন্টারনেট রিচার্জ করা, OTT রিচার্জ করা, সমস্ত কিছু এক ঝামেলার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিমাসের ইন্টারনেট খরচ এতটাই বেড়ে গিয়েছে যে, সবার পক্ষে রিচার্জ করাটাই মুশকিল হয়ে পড়েছে। কিন্তু এয়ারটেল (Bharti Airtel)এবার এক দূর্দান্ত প্ল্যান সম্পর্কে জানিয়েছে। সেখানে ইন্টারনেট এবং OTT, উভয় প্ল্যাটফর্মের সুবিধা মিলবে।

airtel business 06062022 updatednew

সদ্যই এয়ারটেল নিজেদের নতুন প্ল্যানের ঘোষণা করেছে। সেখানে তারা একটি নতুন প্ল্যান সম্পর্কে জানিয়েছে। যেখানে ডেটা এবং OTT উভয়ের সুবিধা পাওয়া যাবে। নতুন ব্যবহারকারীদের OTT এর সুবিধা দেওয়ার জন্য এমন রিচার্জ প্ল্যান আনা হয়েছে।

এই প্ল্যানের দাম মাত্র ১৪৯ টাকা। সেখানে মিলবে ১ জিবি ডেটা এবং ৩০ দিনের জন্য Xtream অ্যাপের সাবস্ক্রিপশন। Xtream প্রিমিয়ামে আপনি কোনো অতিরিক্ত চার্জ ছাড়া ১৫ টিরও বেশি OTT প্ল্যাটফর্মের সুবিধা উপভোগ করতে পারেন।

airtel 5g

তবে মাথায় রাখবেন এই অ্যাপের আলাদা করে কোনো বৈধতা নেই। এখানে কেবল ৩০ দিনের জন্য Xtream অ্যাপের সাবস্ক্রিপশন মেলে। আপনার ফোনের অন্যান্য রিচার্জের সাথে অ্যাড অন হয় এই প্ল্যানটি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button