Suryakumar Yadav: ফিরতে চলেছেন সূর্যকুমার, মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন এই ক্রিকেটার

এবার মাঠে নামার জন্য তৈরি সূর্যকুমার যাদব।(Suryakumar Yadav) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) দ্রুত খেলতে নামতে পারেন টি২০ ফরম্যাটে অন্যতম সেরা ব্যাটসম্যান। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) দুর্দিনে সূর্যকুমার যাদব হতে পারেন ত্রাতা। তিনি কবে মাঠে নামবেন সে দিকে তাকিয়ে রয়েছেন দলের সমর্থকরা।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তিন ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল ২০২৪ ক্রম তালিকার সবার শেষে রয়েছে দল। আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। এর আগেও মরসুমের শুরু অপ্রত্যাশিত ভাবে খারাপ করার নজর রয়েছে মুম্বইয়ের। খারাপ সময় কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দল। এই মুহূর্তে টিমে এমন একজনকে দরকার যিনি দলের হাল ধরতে পারেন। সূর্যকুমার যাদব হতে পারেন ডুবন্ত নৌকার কান্ডারী।

   

সূর্যকুমার যাদব প্রথম একাদশে থাকলে নিশ্চিত ভাবে কোনো একজন বাদ পড়বেন প্রথম একাদশ থেকে। কার জায়গায় প্রথম একাদশে সুযোগ পাবেন তিনি? এ ব্যাপারে চলছে কাঁটা ছেঁড়া। মিডল অর্ডারের একজনকে জায়গা ছেড়ে দিতে হবে সূর্যকুমার যাদবের জন্য। কে সেই ক্রিকেটার যাঁর প্রথম একাদশ থেকে বিদায় নেওয়া এক প্রকার নিশ্চিত? চলুন জেনে নেওয়া যাক।

নমন ধিরের জায়গা নড়বড়ে বলে অনেকে মনে করছেন। এই মরসুমে এখনও পর্যন্ত নমনের পারফরম্যান্স বিশেষ করে বলার মতো নয়। ৩ ম্যাচে মাত্র ১৬.৬৭ গড়ে করেছেন মাত্র ৫০ রান। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে খাতা খুলতে না পেরে প্যাভিলিয়নে ফিরেছেন খালি হাতে । সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৪ বলে ৩০ রান করেছিলেন। দলের হয়ে প্রথম ম্যাচে ১০ বলে ২০ রান করেছিলেন নমন।

আইপিএলে সূর্যকুমার যাদবের সর্বোচ্চ স্কোর অপরাজিত ১০৩ রান। আন্তর্জাতিক কুড়ি বিশের ফরম্যাটেও সেরা ব্যাটসম্যান হয়েছিলেন। তারপরেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলাকালীন সেই যে চোট পেয়েছিলেন তারপর আর মাঠে ফেরেননি। এবার মাঠে নামতে পারেন সূর্যকুমার যাদব।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর