হাতে বা পায়ে কালো সুতো পরেন! অজান্তেই ডেকে আনছেন না তো বিপদ? জানুন বিষদে

আপনি নিশ্চয়ই অনেক সময়ে দেখে থাকবেন কেউ কেউ হাতে বা পায়ে কালো মোটা সুতো পরে থাকেন। আবার অনেকেই আছেন যারা কোমরে কালো সুতো পরে থাকেন। কিন্তু কখনই কি ভেবে দেখেছেন যে এই কালো সুতো পরে থাকলে আদৌ কোনো লাভ হয় কিনা?

আপনিও কি হাতে, পায়ে বা কোমরে এরকম কালো সুতো পরে থাকেন? তাহলে আজলের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই কালো সুতো যদি কেউ পরিধান করে তাহলে তাঁর গ্রহ শান্ত থাকে এবং বারবার কারোর কুনজর পড়ে না। জেনে নিন এই কালো সুতো কবে এবং শরীরের কোন অংশে পরলে শুভ হয়।

   

জ্যোতিষরা জানাচ্ছেন, মঙ্গলবার এবং শনিবার কালো সুতো পরিধান করা উচিত। বলা হয়, এই কালো সুতো পরলে কুনজর থেকে বাঁচা যায়। মহিলাদের ক্ষেত্রে এই সুতো সবসময় বাঁ পায়ে পরা উচিত। এতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এবার আসা যাক ছেলেদের ক্ষেত্রে। অনেক ছেলে আছেন যারা এই কালো সুতো পরেন। জ্যোতিষবিদরা জানাচ্ছেন, মঙ্গলবার পুরুষদের উচিৎ এই কালো সুতো ডান পায়ে পরা। এতে করে নাকি নেগেটিভ এনার্জি দূর হয়।

আবার অনেকেই আছেন যারা পায়ের আঙুলে কালো সুতো পরেন। বলা হয়, কেউ যদি পায়ের আঙুলে কালো সুতো পরে থাকেন তাহলে এতে করে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। এছাড়া যারা এভাবে পরেন তাঁদের পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বাস করে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর