PayTm ছেড়ে খোলেন নিজের ব্যবসা! আজ ১০ হাজার কোটির কোম্পানি

গত কয়েক মাস ধরেই বড় ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের বড় কোম্পানি PayTm। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে পেটিএমের অবদান কেউ ভুলতে পারবে না। এখনো বহু মানুষের কাছে এই পেটিএম ভরসার একটা আলাদাই জিনিস হয়ে রয়েছে। যদিও RBI-র কোপের মুখে পড়ে বেশ কিছুটা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এই পেটিএম সংস্থা। শুধু কি তাই আর্থিক সমস্যার পাশাপাশি কোম্পানির বহু কর্মীকে ছাঁটাইয়ের পথেও হেঁটেছে পেটিএম।

কিন্তু সে যে কথায় আছে না কারো পৌষ মাস তো কারো সর্বনাশ এক্ষেত্রেও তেমনটাই হয়েছে এখন আপনিও নিশ্চয় ভাবছেন যে কি এমন হলো? তাহলে আপনাদের জানিয়ে রাখি, এই পেটিএম সংস্থা থেকে বেরিয়ে এমন বহু কর্মী এমন রয়েছেন যারা নিজেদের স্টার্টআপ সংস্থা খুলে মালামাল হয়ে গিয়েছেন।

   

বলা ভালো, এই পেটিএমের দৌলতে দেশে ২২টি স্টার্টআপ সংস্থা গড়ে উঠেছে। অবশ্য সেগুলির সঙ্গে পেটিএমের কোনো যোগাযোগ নেই। একটা যোগাযোগ আছে আর সেটা হল কোম্পানি থেকে বেরিয়ে এসে অনেকে নিজেদের এক একটি কোম্পানি খুলে বাজারে দারুণ ব্যবসা চালাচ্ছে সেগুলি। সবথেকে বড় বিষয়, আজ এই সমস্ত স্টার্টআপের মোট বাজার মূল্য প্রায় ১০,৬৬৮ কোটি টাকা।

একটি রিপোর্ট অনুযায়ী, এই স্টার্টআপগুলির মধ্যে রয়েছে পেটিএম-এর প্রাক্তন প্রোডাক্ট ম্যানেজার রোহন নায়েকের Pocket FM, পেটিএম ওয়ালেটের প্রাক্তন বিজনেস হেড অমিত লাখোটিয়ার Park Plus, এবং পেটিএমের প্রাক্তন এসভিপি প্রোডাক্ট দীপক অ্যাবট এবং পেটিএম পোস্ট। অন্যান্য উল্লেখযোগ্য নামগুলির মধ্যে রয়েছে ডিজিটাল পকেট মানি প্ল্যাটফর্ম Junio, Frn, Cleardekh, Genwise Club, Yoho, Daalchini, Kratikal Tech।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর