বাজার শেষ Royal Enfield-র, এবার দাদাগিরি দেখাতে রাজকীয় কামব্যাক করছে Rajdoot

আপনিও কি বাইকপ্রেমী? তাহলে আপনার জন্য রইল একটি বাম্পার সুখবর। ফিরছে আবার সেই ৭০-এর দশকের এক বাইক। বর্তমান সময়ে যেমন Royal Enfield বাইক নিয়ে মানুষের মাতামাতির শেষ নেই, ঠিক সেভাবেই ৭০-এর দশকে একটি বাইক হটকেকের মতো বিক্রি হত। আর তার নাম হল Rajdoot। এবার এই বাইক ফিরছে ভারতে।

একদম নতুন লুকস নিয়ে হাজির হতে চলেছে Rajdoot বাইক। আর এই বাইক এলে Royal Enfield-কেউ জোরদার টেক্কা দেবে বলে মনে হচ্ছে। শক্তিশালী ইঞ্জিন সহ লঞ্চ হতে চলেছে New Rajdoot বলে খবর। এক সময় দেশের রাস্তায় গর্বের সঙ্গে ছুটত এই বাইক। রও বেশি সময় ধরে বিদ্যমান। এই বাইকটি এক্সকোর্ট এবং ইয়ামাহার অংশীদারিত্বে তৈরি করা হয়েছিল। এরপর অন্যান্য ইয়ামাহা মোটরসাইকেলও দেশে রাজ করতে শুরু করে। ফলে কালের নিয়মে ক্রমে হারিয়ে জেতে থাকে Rajdoot বাইক। তবে এবার নতুন ভাবে ফিরতে চলেছে এই বাইক।

   

আবারও নতুন ডিজাইন ও প্রযুক্তি নিয়ে তৈরি হতে চলেছে এই বাইক। যদিও এই বাইক লঞ্চের বিষয়ে কোম্পানি এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে একাধিক রিপোর্ট অনুযায়ী এই মোটরসাইকেলটি আগামী ১ বছরের মধ্যে লঞ্চ হতে পারে। কানাঘুষো শোনা যাচ্ছে, একাধিক রংয়ের অপশনের সঙ্গে লঞ্চ হবে এই বাইক। এছাড়া এই বাইকে থাকবে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, ডিস্ক ব্রেক ইত্যাদি। আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই New Rajdoot বাইকের দাম কত হবে? তাহলে আপনাদের জানিয়ে রাখি, এই বাইকের মূল্য ১.৫ লাখ টাকা থেকে ২ লাখ টাকার মধ্যে উপলব্ধ হতে পারে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর