IIT পাস, ১৭ বার ব্যর্থ ব্যবসায়! এক আইডিয়ায় এখন ৫০ হাজার কোটির কোম্পানির মালিক

ব্যবসায়ীক বুদ্ধি সকলের কিন্তু থাকে না। কিন্তু তা বলে কি ব্যবসা করবে না কেউ? নিশ্চয়ই নয়। অনেকেই আছেন যারা ৯-৫টার চাকরি করতে করতে হাঁপিয়ে ওঠেন। একটা সময়ের পর গিয়ে অনেকেই আছেন যারা নিজের জন্য কাজ করতে চান। একটা মোটের ওপর ছোট হোক বা বড় ব্যবসা করে টাকা উপার্জন করতে অনেকেই চান।

কিন্তু চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না। একটি ব্যবসা দাঁড় করানো কিন্তু মুখের কথা নয়। হাজারো প্রতিকূলতার সম্মুখীন হতে হয় সকলকেই। অনেকেই আছেন যারা ব্যর্থতা আসায় ভেঙে পরেন। আবার অনেকেই আছেন যারা ঘুরে দাঁড়ান। আজ এই প্রতিবেদনে তেমনই একজন মানুষকে নিয়ে আলচনা হবে যিনি কিনা IIT পাশ করেও জীবনে বারবার বাধার মুখোমুখি হয়েছে। তারপরেও কিন্তু এখন তাঁর ব্যবসার মূল্য পরিমাণ এখন ৫০,০০০ কোটি টাকা।

   

আজ কথা হচ্ছে, অঙ্কুশ সচদেব সেই ব্যক্তিদের মধ্যে একজন যিনি ব্যবসায় ১৭ বার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি। আইআইটি কানপুর থেকে স্নাতক হওয়ার পর অঙ্কুশ সচদেবা বিশ্বের বৃহত্তম আইটি সংস্থা মাইক্রোসফ্টের সাথে তার কর্মজীবন শুরু করেন। চাকরি করার সময় তিনি ব্যবসায় হাত পাকানোর ইচ্ছাপ্রকাশ করেন। বিশেষ বিষয় হল, কেরিয়ারের শুরুর দিকে ব্যবসা করার ঝুঁকি নিয়েছিলেন অঙ্কুশ। এক রিপোর্ট অনুযায়ী, অঙ্কুশ ১৭টি ভিন্ন ভিন্ন স্টার্টআপে ভাগ্য ফেরানোর চেষ্টা করলেও প্রতিবারই হতাশই হয়ে উঠেছিল নিত্যসঙ্গী। বারবার ব্যর্থতার মুখোমুখি হলেও পিছু হটেননি কিন্তু অঙ্কুশ সচদেবা। অবশেষে ১৮তম চেষ্টায় সাফল্যের স্বাদ পান তিনি।

দুই সহকর্মীর সহায়তায় অঙ্কুশ দারুণ সাফল্য অর্জন করেন। সকলে মিলে এমন একটি কোম্পানি শুরু করেন যার মূল্য এখন বিলিয়ন ডলার। আর সেই কোম্পানির নাম হল Sharechat। অঙ্কুশ সচদেবা তৈরি করেছেন সোশ্যাল মিডিয়া অ্যাপ শেয়ারচ্যাট। তাঁর আইআইটি সহকর্মী ফরিদ আহসান এবং ভানু প্রতাপ সিংয়ের সাথে মিলে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের বাইরে একটি নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে শেয়ারচ্যাট তৈরি করেন তাঁরা। ২০১৫ সালের জানুয়ারিতে মহল্লা টেক প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা শুরু করেন অঙ্কুশ। যদিও একইবছরে তিনজনে মিলে Sharechat তৈরি করেন। দেশীয় পদ্ধতিতে তৈরি এই অ্যাপটি এখন দ্রুত বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করে ফেলেছে। বিশেষ বিষয় হল আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য অনেক দেশে এই অ্যাপটির ইউজার বেস রয়েছে।

আপনি জানলে অবাক হবেন, ২০২২ সালের জুন মাসে, Sharechat ব্যবসার জন্য তহবিল সংগ্রহ করেছিল, যার পরে সংস্থার মূল্যায়ন ৫০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। এখন এই অঙ্কুশ সচদেবা শেয়ারচ্যাটের সিইও।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর