প্রথমবার ১৭ হাজারেরও কমে 108MP-র ফোন দিচ্ছে OnePlus, মিস করবেন না অফার

ফোনের প্রতি মানুষের ক্রেজ উত্তরোত্তর বাড়ছে। যার ফলে প্রতিটি কোম্পানির পক্ষ থেকে মাঝে মধ্যে বাজারে নিয়ে আসা হচ্ছে নতুন নতুন স্মার্টফোন। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ফোনের ফিচারের দিকেও কোম্পানিগুলোকে খেয়াল রাখতে হচ্ছে। সেই সঙ্গে খেয়াল রাখতে হয় দামের ব্যাপারে। খুব দামী ফোন সবার পক্ষে কেনা সম্ভব হয় না। এই প্রতিবেদনে আমরা এমন একটি ফোনের কথা আপনাদের বলতে চলেছি যা মধ্যবিত্ত থেকে ধনী, প্রত্যেক ব্যক্তির জন্য হতে পারে উপযোগী।

ভারতীয় বাজারে কম বাজেট কিংবা মিড রেঞ্জের ফোনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ থাকে বেশি। কারণ এই ধরণের ফোনের দাম অনেকেই বহন করতে পারবেন। দাম খুব বেশি হয়ে গেলে কমে যেতে পারে বিক্রি। সেই সঙ্গে ধীরে ধীরে কমে যেতে পারে জনপ্রিয়তা। তাই বেশিরভাগ কোম্পানি বেশি দামি ফোনের পাশাপাশি কম দামী ফোন তৈরি রাখে নিজেদের প্রোডাক্ট হিসেবে।

   

আজকে আমরা আপনাদের বলবো OnePlus Nord CE 3 Lite 5G ফোনের কথা। এই ফোনটি গত বছর লঞ্চ করা হয়েছিল। কিন্তু এটি নিজ গুনে এখনও নিজের দিকে গ্রাহকদের আকৃষ্ট করতে পারছে। কারণ ফোনের দাম কম ও রয়েছে দরকারই বহু ফিচার। যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এই ফোনটি খুব পছন্দ করতে পারেন।

জেনে নেওয়া যাক ফোনের কিছু ফিচার সম্পর্কে-

ক্যামেরা এই ফোনের অন্যতম আকর্ষণীয় ফিচার। ফোনের পিছনে মূল ক্যামেরা হিসেবে দেওয়া রয়েছে 108 মেগাপিক্সেল। ডেপ্ট অ্যাসিস্ট এর জন্য রয়েছে 2 মেগাপিক্সলে ক্যামেরা লেন্স, ম্যাক্রো লেন্স হিসেবে দেওয়া রয়েছে 2 এমপি। 16 এমপি সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি।

ফোনের ডিসপ্লে বেশ বড়। 6.72 ইঞ্চি, 120 হার্জ রিফ্রেশ রেট, এফএইচডি + (1080×2400), 391 পিপিআই, আসপেক্ট রেটিও 20: 9, 550 নিট সাধারণ ব্রাইটনেস। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13.1 এর উপর ভিত্তি করে অক্সিজেন ওএস। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5জি। ব্যাটারি ৫০০০ এমএএইচ। সেই সঙ্গে ৬৭ ওয়াট সুপারভুক এন্ডুরেন্স চার্জিংয়ের সুবিধা। অ্যামজন থেকে কিনলে দাম পড়বে ২০ হাজার টাকার মধ্যে।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর