১ থেকে ১০ টাকার কয়েন নিয়ে অ্যালার্ট জারি RBI-র, আপনার কাছে আছে? হয়ে যান সতর্ক

আপনার কাছেও কি ১০ টাকার কয়েন আছে? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। এমনিতে ২০০০ টাকার নোট নিয়ে মাথাব্যাথার শেষ নেই দেশবাসীর। আপাতত দেশে ২০০০ টাকার নোটের লেনদেন বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত বছর অর্থাৎ ২০২৩ সালে একটি ঘোষণায় RBI জানায় যে এবার থেকে ২০০০ টাকার লেনদেন বন্ধ করা হবে। তবে এবার ১, ৫, ১০ টাকার কয়েন নিয়ে বড় তথ্য দিল আরবিআই।

প্রায়শই অভিযোগ শোনা যায় যে অটো, বাসওয়ালা থেকে শুরু করে দোকানদাররা ১, ৫, ১০ টাকার কয়েন নিচ্ছে না। আপনার সঙ্গেও কি কোনওদিন এরকম ঘটেছে? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি ১, ৫, ১০ টাকার কয়েন কি বাতিল হয়ে গেল দেশে? এবার এই বিষয়ে বড় তথ্য দিল আরবিআই, যা আপনারও শুনে রাখা জরুরি বইকি। অনেকের মধ্যেই এখন বেশ কিছু কয়েন নিয়ে জগাখিচুড়ি হয়ে রয়েছে।

   

রিজার্ভ ব্যাঙ্ক অ্যাক্ট, ১৯৩৪-এর ২৪ নম্বর ধারা অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ককে সব ধরনের নোট ছাপানোর অধিকার দেওয়া হয়েছে। এর অধীনে RBI ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ২০০০ টাকা বা তার বেশি মূল্যের নোট ছাপতে পারে। তবে এখন ২০০০ টাকার নোট ছাপানোর কাজ বন্ধ রয়েছে। যদিও বাকি নোটগুলি, কয়েন ছাপানো হচ্ছে। ফলে এগুলির লেনদেন এখনই বন্ধ হয়ে যায়নি দেশে। আর এগুলি যদি কেউ নিতে অস্বিকার করে অর্থাৎ ব্যবসায়ী, দোকানদার, পরিবহণ কর্মচারীরা নিতে অস্বীকার করবেন তাঁদের বিপদের মুখে পড়তে হবে। রিজার্ভ ব্যাঙ্ক কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কেউ যদি কোন‌ও বৈধ মুদ্রা নিতে না চান তবে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর