ঘর হবে চিল্ড ঠাণ্ডা, আসবে না বিদ্যুৎ বিলও! বাড়িতে আনুন এই মিনি AC, দাম ১০০০ টাকারও কম

শীত (Winter) শেষ, এবার গরম (Summer) পড়ার পালা। আর এই গরমের মরসুম আসছে দেখে অনেকেরই এখন থেকে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই প্রচণ্ড গরমের মুখোমুখি হতে হবে দেশের সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে ফ্যান (Fan), কুলার (Cooler) ও এসি (Air conditioning) ছাড়া চলা খুবই কঠিন হয়ে পড়ে।

তবে সারাদিন কুলার বা এসি চালানোর ফলে বিদ্যুৎ বিলও (Electric Bill) অনেক বেশি আসে, যা সাধারণ মানুষের বাজেটকে এক কথায় যা নয় তাই করে রেখে দেয়। প্রতিবারের মতো আপনিও যদি এই গরমের হাত থেকে যদি বাঁচতে চান এবং বাজেটের মধ্যেই থাকতে চান তাহলে আপনি ঘরে বসেই মিনি কুলার এসি আনতে পারেন।

   

নাম মিনি কুলার হলেও ঠান্ডা করার দিক থেকে এর কিন্তু জুড়ি মেলা ভার। আসলে ছোট জায়গায় মিনি কুলার ব্যবহার করলে তা অনেকটা ঠান্ডা হওয়ার কাজ করে। আপনি অফিস হোক বাড়ি, টেবিলে রেখে গরম থেকে মুক্তি পেতে পারেন। আপনি মাত্র ১০০০ টাকা দিয়ে এই মিনি কুলার কিনে নিতে পারেন সহজেই।

আপনি যদি পোর্টেবল মিনি এসি কিনতে চান তবে ৪৭ শতাংশ ছাড়ে একটি মিনি কুলার এসি পেতে পারেন। লুবেলা মিনি কুলার এসি কিনতে পারবেন মাত্র ৯৯৮ টাকায়। আপনি সহজেই এটি যে কোনও জায়গায় নিয়ে যেতে পারেন। আপনি যদি USB কানেক্ট করার পাশাপাশি ব্যাটারির মাধ্যমে চলে এমন মিনি কুলার এসি কিনতে চান তবে আপনি এটি ১০০০ টাকারও কম দামে কিনতে পারেন। চার্কির মিনি কুলার এসি ৫০ শতাংশ ছাড়ে ৯৯৯ টাকার পরিবর্তে অ্যামাজনে বিক্রি হচ্ছে মাত্র ৪৯৯ টাকায়।

portable cooler

এছাড়া ৬০ শতাংশ ছাড়ে কেনা যাবে ক্যান্ডেসের মিনি কুলার এসি। অ্যামাজন সেলের সময় মিনি এসি পাওয়া যাচ্ছে ৯৯৮ টাকায়। এগুলি সহজেই যে কোনও জায়গায় ইনস্টল করা যায়। ঘর ছোট হলে তা লাগিয়ে ঘর ঠাণ্ডা করতে পারেন। ডেস্কটপ কুলিং ফ্যান সহ কেজিডিএর মিনি পোর্টেবল কুলার এয়ার কন্ডিশনার ব্যাটারি থেকে চলে, যা আপনি ইউএসবির সাহায্যে গাড়িতেও ব্যবহার করতে পারেন। ফ্লিপকার্টে এই পোর্টেবল কুলার এসির দাম ২,৪৯৯ টাকার পরিবর্তে ৫৪৯ টাকা। ইন্ট মিনি পোর্টেবল কুলার আপনি ৮৪ শতাংশ ছাড়ে কিনতে পারবেন। এখানে আপনি মিনি কুলার এসি ৫,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৯৫৯ টাকায় কিনতে পারবেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর