হাজার টাকায় সব কমপ্লিট! দিঘা, পুরী ছেড়ে ঘুরে আসুন পুরুলিয়ার এই অচেনা স্থানে! হবেন মুগ্ধ

আপনিও যদি প্রকৃতির বুকে কয়েকদিন একটু আরামে কাটাতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে পুরুলিয়া (Purulia) হল আপনার জন্য একদম উপযুক্ত জায়গা হিসেবে প্রমাণিত হতে পারে। এখানে এলে আপনার আত্মা যেন আলাদা ধরনের ভালো লাগায় ভরে উঠবে। এই পুরুলিয়ায় ঘুরতে এলে আপনি ভাবতে বাধ্য হবেন যে এখানে প্রকৃতি যেন দু’হাত ভরে সব ভালো লাগার জিনিস ঢেলে দিয়েছে।

পুরুলিয়ার অযোধ্যা পাহাড় (Ayodhya Hill) কিছু আশ্চর্যজনক এবং সুন্দর প্রাকৃতিক আকর্ষণের আবাসস্থল। তাদের মধ্যে একটি কম পরিচিত তবে দর্শনীয় জায়গা হ’ল মার্বেল লেক (Marble Lake)। নীল জলে পরিপূর্ণ এই জায়গাটিকে একবার চোখের দেখা দেখলে আপনি প্রেমে তো পরবেনই, সেইসঙ্গে মনে হবে যেন বিদেশের কোনও এক জায়গায় চলে এসেছেন।

   

মার্বেল হ্রদ অযোধ্যা পাহাড়ের নিকটে অবস্থিত। আর পুরুলিয়া ঘুরতে গেছেন অথচ এই মার্বেল লেকে গেলেন না তাহলে আপনার পুরুলিয়া ভ্রমণ এক কথায় অসম্পূর্ণ। আপনি আপনার রিসর্ট থেকে এই মার্বেল লেকে পৌঁছানোর জন্য একটি গাড়ি বুক করতে পারেন বা একটি অটো বা টোটো নিতে পারেন। এই মার্বেল লেকটিকে অনেকেই লুকনো হিরে আখ্যা দিয়ে থাকেন। এই জায়গাটি লাল রুক্ষ পাহাড়ের মধ্যে একটি লুকানো রত্ন, যেখানে একটি হ্রদ নীলকান্তমণির মতো ঝলমল করে। এই হ্রদের জল নীল রঙ, সেজন্য অনেকেই এই লেকটিক পাতাল ড্যাম অবধি বলেন।

marble lake

আবার অনেকেই আছেন এই জলাধারটিকে ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ বলে থাকেন। এই লেকের পাশেই রয়েছে জঙ্গল, আবার কাছেই রয়েছে অযোধ্যা পাহাড়। এই বিষয়ে পুরুলিয়ার জেলাশাসক বলেছেন “অযোধ্যা পাহাড়ের এই সাইট সিয়িং আমরা আরও সাজিয়ে গুছিয়ে তুলে ধরব বলে পরিকল্পনা নিয়েছি। সেইসঙ্গে এই জলাশয়ে থাকা জলকে পরিশ্রুত করে পানীয় জল হিসাবে কাজে লাগানো যায় কিনা, সেটাও আমরা খতিয়ে দেখছি।”

 

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর