চাকরি ছাড়াই বাড়িতে বসে আয় করতে পারবেন মোটা টাকা! সুবর্ণ সুযোগ দিচ্ছে টাটা গ্রুপ

আজকালকার দিনে রোগ জ্বালা বৃদ্ধি পাওয়ায় ওষুধ ছাড়া থাকার কথা ভাবতেই পারেননা অনেকে। আর এমন পরিস্থিতিতে অনলাইনে ওষুধ কেনাকাটার চাহিদা বহুলাংশে বেড়েছে। আর অনলাইন ফার্মেসির কথা বললে প্রথমেই নাম আসে Tata 1mg এর। টাটা গ্রুপের সংস্থা হওয়ায় এই কোম্পানির প্রতি আস্থা অনেকটা বেড়েছে। আর সেখান থেকে আপনার কাছে রোজগারেরও এক নতুন পথ খুলে দিয়েছে।
ই-ফার্মেসি 1mg আপনাকে নিজের সাথে কাজ করার এক অনন্য সুযোগ দিচ্ছে। আরে এই কাজের মাধ্যমে আপনি টাটা গ্রুপের অংশীদার হতে পারবেন। এই প্রোগ্রামের নাম হলো 1mg হেলথ পার্টনার। এই কাজের উদ্দেশ্য দেশের সকল মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে সহজে ব্যাখ্যা করা এবং যুক্তিসঙ্গত মূল্যে পরিষেবা প্রদান করা। বর্তমানে টাটা গ্রুপ এই কাজ করার জন্য সারা দেশ থেকে স্বাস্থ্য সহযোগী খুঁজছে টাটা গ্রুপ।
ইতিমধ্যে সারাদেশ থেকে ৬০০ জন স্বাস্থ্য সহযোগী এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং এখান থেকে হাজার হাজার টাকা আয় করছেন। কিন্তু কেন Tata 1mg হেলথ পার্টনার হবেন? চলুন সেটাই জানাচ্ছি আপনাদের। এখানে কাজ করলে আপনি নিজে একজন উদ্যোক্তা হওয়ার সুযোগ পেয়ে যাবেন। তাছাড়া সকল ডেলিভারিতে ইনসেনটিভ মিলবে। এছাড়া কীভাবে ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাও সেখানে টাটা গ্রুপ।
কী কাজ রয়েছে একজন স্বাস্থ্য সঙ্গীর : হেলথ পার্টনারের কাজ হল Tata 1MG এর জন্য মার্কেট তৈরি করা এবং এই প্ল্যাটফর্ম সম্পর্কে মানুষকে সচেতন করা। কেও কীভাবে অর্ডার করবেন সেটাও জানানো আপনার কাজ হবে। এছাড়া নিত্যই নতুন গ্রাহক নিয়ে আসা।
কিভাবে আবেদন করবেন আপনি : আপনিও যদি একজন স্বাস্থ্যসঙ্গী হতে চান, তাহলে Tata 1mg-এর ওয়েবসাইটে যান এবং নিজের সমস্ত তথ্য শেয়ার করুন সেখানে। প্রোফাইল শর্টলিস্ট করার পর আপনাকে কোম্পানি ফোন করবে। এরপর সেখানে প্যান কার্ড, জিএসটি, ঠিকানা প্রমাণ সহ অনেক তথ্য শেয়ার করলেই আবেদন সম্পূর্ন হবে। প্ল্যাটফর্মে যোগদানের জন্য এককালীন ১৫,০০০ টাকা জমা দিতে হবে আপনাকে। এর সাত দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হবে।
কত উপার্জন হবে : এটা নির্ভর করবে আপনার মোট অর্ডার মূল্যের ওপর। আপনি যদি প্রতি মাসে ৩০০ টি অর্ডার পান এবং প্রতিটি অর্ডারের মূল্য ৫০০ টাকা করে হয়। তাহলে মোট অর্ডার হয়েছে ১,৫০,০০০ টাকা। সেখানে আপনি কমিশন পাবেন মোট ৭৬৫০ টাকা। এই প্ল্যাটফর্মে আপনার যত বেশী অর্ডার হবে ততই বাড়বে আপনার রোজগার।