একটি গান গেয়েই বিশ্বজোড়া খ্যাতি, আজ অর্থ সংকটে ভুগছেন ‘মানিকে মাগে হিথের” ইয়োহানি

কলকাতা?ঃ ভাইরাল শব্দটার মধ্যে রয়েছে বেশ মাদকতা। কেও সহজেই উঠে যায় জনপ্রিয়তার শিখরে। আবার কেও হারিয়ে যায় খুব সহজেই। কখন কি হয় কিছুই বলা যায় না। আবার কখনও সেই ভাইরাল কনটেন্ট থেকেই শুরু হয়ে যায় ট্রোল। এরকমই কিছুদিন আগেই ভাইরাল হয় ‘মানিকে মাগে হিথে’ গানটি।

শ্রীলংকার থেকে উঠে আসা এই গানের স্রষ্টা ইয়োহানি। রিলিজ হওয়ার পর এই গান দাপিয়ে বেড়িয়েছে আসমুদ্রহিমাচল। অনেকে তাকে ইতিমধ্যেই অ্যাখ্যা দিয়েছেন শ্রীলঙ্কার ‘র‌্যাপ প্রিন্সেস’ হিসেবে।তবে এই গানে ইয়োহানি একা থাকেন নি। তাকে এই গানে সঙ্গ দিয়েছিলেন, শ্রীলঙ্কার জনপ্রিয় র‌্যাপার সথীশন রথনায়কা। গোটা পৃথিবীবাসীর মন জয় করে ইয়োহানি রাতারাতি হয়ে ওঠেছিলেন বিশ্বখ্যাত। কামিয়েছিলেন অনেক অর্থ। কিন্তু এই বার তিনিই অর্থ সাহায্য চাইলেন নেট মাধ্যমের কাছে।

বর্তমানে শ্রীলঙ্কার অবস্থা যে গোটা উপমহাদশের সবচেয়ে খারাপ অবস্থায় সে নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। সেদেশের অর্থনৈতিক মন্দা বর্তমানে আকাশ ছুঁয়েছে। কার্যত ধ্বংস হওয়ার মুখে। এই কঠিন পরিস্থিতিতে বিশ্ববাসীর কাছে সাহায্যের জন্য হাত পাতলেন এই ভাইরাল গায়িকা। সোশ্যাল মিডিয়াতে শুরু হয় তার সেই প্রচার। #ফর শ্রীলঙ্কা বলে একটি প্রচার শুরু করেন তিনি। এরপরই গঠন করা হয় গো ফান্ড মি নামক একটি তহবিল। যার মাধ্যমে তারা ১মিলিয়ন USD সংগ্রহ করার পরিকল্পনা করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Yohani (@yohanimusic)

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিও বার্তা আপলোড করেন এই জনপ্রিয় গায়িকা। জনসাধারণের কাছে আবেদন জানান সাহায্যের। তিনি সেখানে লেখেন, “সবাইকে অভিবাদন, আমি আশা করি বিশ্বের যেকোন জায়গা থেকে আমার সংগীতের সমস্ত ভক্তরা আমাকে আমার সংগীত ছাড়াও কিছু সম্পর্কে কথা বলতে দেবেন, যা আমার হৃদয়ের খুব কাছের। যদিও আমি গত কয়েক সপ্তাহ ধরে ভারতে ছিলাম, কিন্তু আমার হৃদয় শ্রীলঙ্কায় রেখে এসেছি, যেখানে আমার দেশবাসী আমাদের দেশের স্বাধীনতার পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।” বোঝা যাচ্ছে দেশের মানুষের পাশে দাঁড়াতেই এই পদক্ষেপ তার। অনেকেই তাকে বাহবা দিয়েছেন ইতিমধ্যে।

 

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button