সৌরভের বায়োপিকে বাঙালি অভিনেতা? বিখ্যাত এই তারকার সঙ্গে মহারাজের বৈঠক ঘিরে জল্পনা

সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বায়োপিক নিয়ে উত্তেজনা তুঙ্গে। আপাতত আলোচনা চলছে কে অভিনয় করবেন দাদার চরিত্রে। দিন কয়েক আগেই নাম এসেছিল রণবীর কাপুরের (Ranbir Kapoor)। কিন্তু পরে জানা যায় তিনি এই চরিত্রে অভিনয় করছেন না। কিন্তু হঠাৎ খবর আসছে, মহারাজের বায়োপিকে অভিনয় করবেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)!
সম্প্রতি সৌরভের সঙ্গে হঠাৎ আলোচনায় বসতে দেখা গিয়েছে যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং নুসরত জাহানকে (Nusrat Jahan)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিল্লি ক্যাপিটালসের এক সভায় উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি। আর সেখানেই হঠাৎ হাজির হন যশ এবং নুসরত। মহারাজের সাথে আধ ঘণ্টার বৈঠকও হয় তাদের।
তারপর থেকেই এই বিষয়ে আলোচনা তুঙ্গে। তাহলে কি যশ দাশগুপ্তই অভিনয় করবেন বায়োপিকে! সেখানে নুসরতের ভূমিকা কী হতে চলেছে? সেই নিয়ে এখন জোর জল্পনা কল্পনা চলছে। তবে অনেকেই আরো এক সম্ভবনার বিষয়ে জানান। কারণ এক বেসরকারি সংস্থার কর্ণধারকেও দেখা গিয়েছে যশ আর নুসরতের সঙ্গে।
হতে পারে বিজ্ঞাপন শুটিং নিয়ে আলোচনা চলছে তাদের মধ্যে। তবে এই কোনো বিষয় নিয়েই পাকা খবর পাওয়া যায়নি এখনো। উল্লেখ্য, শুরুর থেকেই খবর আসে যে, রণবীর কাপুর অভিনয় করবেন দাদার বায়োপিকে। তবে পরবর্তীকালে জানা যায়, বায়োপিকে সৌরভের ভূমিকায় রণবীর অভিনয় করছেন না। এখন দেখার অবশেষে যশকেই বায়োপিকে দেখা যায়? নাকি অন্য কেও অভিনয় করবেন সেখানে।