একবার বিনিয়োগে আজীবন পাবেন মাসে ১২ হাজার টাকা করে পেনশন! বাম্পার স্কিম আনল LIC

ভারতীয়দের কাছে বীমার অপর নামই হলো LIC (Life Insurance Corporation)। জনগণ যেমন LIC কে ভরসা করে, তেমনই LIC ও দেশবাসীর সেই ভালোবাসার প্রতিদানে দিয়ে এসেছে বিভিন্ন প্ল্যানের মাধ্যমে। এই প্ল্যান গুলিতে সুবিধা পেয়েছে বহু মানুষ, কিন্তু আজ যে প্ল্যানের ব্যাপারে বলতে চলেছি সেটি শুনলে একেবারেই আক্কেল গুড়ুম হয়ে যাবে আপনার

   

আসলে সঠিক পরিকল্পনা ছাড়া অবসরজীবন কাটানো অত্যন্ত মুশকিল। এই সময়ের ভরসা তাই পেনশন বা বার্ধক্য ভাতা। তাই অবসরজীবনের জন্য সঠিক পরিকল্পনা আগে থেকে করে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আর তাই নিয়েই হাজির দেশের বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC)। সরকার পরিচালিত এই কোম্পানি মাঝে মাঝেই নিয়ে আসে কিছু উপযোগী স্কিম। সেই সমস্ত কথা ভেবেই এবার গ্রাহকদের জন্য নতুন একটি স্কিম নিয়ে এল LIC। প্ল্যান টির নাম LIC Saral Pension Plan। এই প্ল্যানের মাধ্যমে আপনি নিজের অবসর সময়ের আর্থিক চাহিদা পূরণ করতে সক্ষম হবেন। স্কিমের মূলমন্ত্রই হল: “আপনার কল্যাণ আমাদের দায়িত্ব।”

স্কিমটিতে রয়েছে কিছু বিশেষত্ব। কোনো ব্যক্তি স্কিমটি নেওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় মাসিক পেনশন। গ্রাহকেরা বার্ষিক সর্বনিম্ন ১২,০০০ টাকার অ্যানুইটি কিনতে পারেন। তবে এর জন্য কোনো সর্বোচ্চ সীমা নির্দিষ্ট করা নেই। এক্ষেত্রে পেনশন নেওয়ার জন্য রয়েছে চারটি নির্দিষ্ট বিকল্প। আপনি চাইলে মাসিক, ত্রৈমাসিক, ষাম্মাসিক ও বার্ষিক হারে পেনশন নিতে পারবেন। অর্থাৎ প্রতি মাসে একবার করে, প্রতি তিনমাসের হিসাবে, প্রতি ছয় মাসের হিসাবে এবং প্রতি বারো মাসের হিসাবে অর্থাৎ বার্ষিক হারে পেনশন পেতে পারেন। এই স্কিমে ন্যূনতম মাসিক পেনশন ১০০০ টাকা। অর্থাৎ তিন মাসে ৩০০০ টাকা, ছয় মাসে ৬০০০ টাকা এবং বারো মাসে ১২ হাজার টাকা পেনশন পেতে পারেন আপনি।

এই সরল পেনশন যোজনার অধীনে রয়েছে দুটি বিকল্পও। সিঙ্গল লাইফ, জয়েন্ট লাইফ। প্রথমটি হল Life Annuity with return of 100% of purchase pric। এটি নিলে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পেনশন পাবেন। আপনি মারা গেলে আপনার নমিনিকে বেস প্রিমিয়াম ফেরত দেওয়া হবে। এবং দ্বিতীয়টি হল Joint life last survivor annuity with return of 100% of purchase price on death of the last survivor। জয়েন্ট লাইফ স্কিমে আপনি এবং আপনার পার্টনার দুজনেই পাবেন পেনশন। আপনি মারা গেলে আপনার পার্টনারকে কভারেজ প্রদান করা হবে।

lic 2 sixteen nine

তবে এই স্কিমের রয়েছে নির্দিষ্ট শর্তাবলী। বয়স যদি ৪০ থেকে ৮০ বছরের মধ্যে হলেই মিলবে এই স্কিমের সুবিধা। এখানে আপনি যদি ১০ লাখ টাকার সিঙ্গল প্রিমিয়াম জমা দেন তবে বার্ষিক ৫০ হাজার টাকা করে পেনশন পাবেন। এ ছাড়া কোনওরকম আপৎকালীন ব্যবস্থার জন্য আপনি চাইলে নিতে পারেন ঋণও।