5G-র জন্য ২১২ কোটি টাকা খরচ করেছে আদানি গ্রুপ! পরিকল্পনা কী? জানালেন গৌতম আদানি

দেশে এবার 5G পরিষেবা শুরু করতে চলেছে আদানি গোষ্ঠী (Adani Group)। 5G স্পেকট্রাম কেনার জন্য তারা খরচ করেছে 212 কোটি টাকা। 5G স্পেকট্রাম রেসে সব থেকে এগিয়ে জিও (Jio), তারা খরচ করে মোট 88,078 কোটি টাকা। 43,084 কোটি টাকা খরচ করে ভারতী এয়ারটেল (Bharti Airtel) রয়েছে দ্বিতীয় স্থানে।
26 জুলাই নিলাম শুরু হয়েছিল আর সেখান থেকে সরকার রেকর্ড 1.5 লাখ কোটি টাকা সংগ্রহ করে। নিলামে অংশ নিয়েছিল মুকেশ আম্বানির রিলায়েন্স, ভারতী এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া। তবে সবাইকে চমকে দিয়ে চতুর্থ কোম্পানি হিসেবে উঠে আসে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানির (Gautam Adani) আদানি গ্রুপ।
আদানি ডেটা নেটওয়ার্কস লিমিটেড (ADNL) 5G স্পেকট্রামের নিলামে 212 কোটি টাকায় 20 বছরের জন্য 26 GHz মিলিমিটার ওয়েভ ব্যান্ডে স্পেকট্রাম কিনেছে। আর সেইসাথে আদানি গ্রুপ তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছে। আদানি ডেটা নেটওয়ার্কস লিমিটেড (ADNL) জানায় যে, তাদের পরিকল্পনা হল, তারা এই পরিষেবার মাধ্যমে নিজেদের ব্যবসা ও ডেটা সেন্টারকে শক্তিশালী করতে চাইছে।
তারা এবার তৈরি করতে চলেছে একটি সুপার অ্যাপ, সেটিও কাজে লাগবে 5G প্রযুক্তিকে। এছাড়া সুপার অ্যাপটি কোথায় কোথায় ব্যাবহার করা হবে সে নিয়েও ঘোষণা করেছে তারা। এই অ্যাপে জনসাধারণের সুবিধার্থে বিদ্যুৎ বিতরণ থেকে বিমানবন্দর এবং গ্যাস খুচরা বিক্রেতা থেকে বন্দর পর্যন্ত সমস্ত সুবিধাই উপলব্ধ থাকবে।
পিটিআই-এর মতে, আদানি গ্রুপ নিলামে বিক্রি হওয়া সমস্ত স্পেকট্রামের 1 শতাংশেরও কম শেয়ারে কিনেছে। ADNL স্পেকট্রাম নিলামে (5G স্পেকট্রাম নিলাম) এই পরিমাণ খরচ করে 400 MHz স্পেকট্রাম ব্যবহারের অধিকার পেয়েছে।
5G স্পেকট্রাম কেনার এই দৌড়ে, মুকেশ আম্বানির নেতৃত্বাধীন কোম্পানি রিলায়েন্স জিও ইনফোকম (রিলায়েন্স জিও) 88,078 কোটি টাকা খরচ করে এগিয়ে ছিল। দুই নম্বরে আছে ভারতী এয়ারটেল, তারা 43,084 কোটি টাকা খরচ করেছে, এবং ভোডাফোন আইডিয়া 18,799 কোটি টাকা খরচ করে রয়েছে তৃতীয় স্থানে।