দেব, প্রসেনজিৎকে ট্রোল করে রোষের মুখে বং গাই! রানু মণ্ডলের মতো অবস্থা হবে হুঁশিয়ারি নেটিজেনদের

সামনেই পুজো, আর তখনই দেব (Dev) আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)একত্রে করা ছবি ‘কাছের মানুষ’ মুক্তি পেতে চলেছে। আগামি ৩০ শে সেপ্টেম্বর দর্শকদের জন্য হলে মুক্তি পাবে এই সিনেমা। ছবির গল্পে রয়েছেন বঙ্গ সিনে ইন্ডাস্ট্রির দুই মহারথী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দীপক অধিকারী।

দুজনকে একই ফ্রেমে দেখার আশায় দর্শকদের মধ্যে সৃষ্টি হয়েছে বিরাট উন্মাদনার। সিনেমার পোস্টার রিলিজ হওয়ার পর তা সোশ্যাল মিডিয়াতে ঝড়ের বেগে শেয়ার হতে থাকে। সেখানে দেখা যায় বাসের গেটের বাইরে দেব এবং প্রসেনজিৎ এর মুখ বার করে দাঁড়িয়ে থাকার একটি দৃশ্য। দর্শকরা পছন্দ করলেই সেই নিয়ে ট্রোল শুরু করেন বাংলার অন্যতম জনপ্রিয় ইউটিউবার বং গাই খ্যাত কিরণ দত্ত (Kiran Dutta)।

এর আগেও অনেকসময় সিনেমা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন কিরণ। তবে এবার কাছের মানুষ নিয়ে টুইটারে ট্যুইট করে দেব এবং প্রসেনজিৎ-কে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়েছে সে। কিন্তু এই বিষয়টাতে অভিনেতারা প্রথমে কিছু না বললেও তাদের অনুরাগীরা মোটেই মেনে নিতে পারেননি।

সোশ্যাল মিডিয়াতে দেব এবং প্রসেনজিৎকে কটাক্ষ করতে গিয়ে ভক্তদের রোষের মুখে কিরণ দত্ত। তার দোষ তিনি সেই ছবি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছিলেন ‘এটা শুধুমাত্র সিনেমাতেই সম্ভব। বাস্তব জীবনে এরকম ভাবে বাসে চড়ে দেখাও তো দেখি’। আর সেই ট্যুইটে সেখানে থাকা দুই অভিনেতাকেই ট্যাগ করেছিলেন কিরণ দত্ত।

পরে টুইটারে দেব আর প্রসেনজিৎ উভয়েই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন। দেব লিখেছেন ‘চল ডান। পরশু বাসে দেখা হবে। চ্যালেঞ্জ নিবি না’। প্রসেনজিৎ আবার লেখেন, ‘ডান পরশু বাসে দেখা হচ্ছে। এবার আমাকে আমার মত থাকতে দাও’। সেখানেই অবশ্য বাকযুদ্ধ শেষ হয়নি। দেবের কথার প্রত্যুত্তরে কিরণ দত্ত বলেন ‘বদ্দা চ্যালেঞ্জ ওয়ান টু এর পর এবার থ্রি টাও গ্রহণ করেছ। দেখি কেমন পারো’।

প্রসেনজিৎ-কে ইন্ডাস্ট্রির বড়দা তকমা দিয়ে কিরণ লিখেছেন, ‘একি ইন্ডাস্ট্রির বদ্দা তুমিও? বাস লেট হলে আবার টুইট করে দিও না’। তবে এহেন বাক্যবাণ ব্যাবহার করায় অভিনেতারা ছেড়ে দিলেও তাদের অনুরাগীরা দারুন গোঁসা করেছে কিরণের ওপর। একজন তো স্পষ্টই লিখে দেন যে, ‘তোমার অবস্থা রানু মন্ডলের মতনই হবে। বেশি বাড়লে পতন আসবেই’। আরেকজন লিখেছেন, ‘তুমি বড্ড বার বেড়ে গেছো। আগে তোমার ভিডিও দেখতে ভালো লাগতো, এখন আর তাকাতেও ইচ্ছা করে না’।

তবে অনেকই মনে করছেন যে, এটা আসলে কাছের মানুষ সিনেমার প্রমোশনের জন্য টিম কাছের মানুষ এবং বং গাইয়ের মিলিত প্রয়াস। এদিকে বুধবার তো মিটিংয়ের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছেন তারা। এখন দেখা যাক ওইদিন কী চমক অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button