বাংলাদেশে তৈরি ঘূর্ণাবর্ত, ভিজবে বাংলা! বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে, আবহাওয়ার খবর

বাংলাদেশের (Bangladesh) ওপর ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। এবার তার প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের (West Bengal) আবহাওয়াতেও (Weather)। আর তার ফলে বেড়েছে বাতাসে আর্দ্রতার পরিমাণ। এদিকে আলিপুর আবহাওয়া অফিস আর্দ্রতাজনিত অস্বস্তির কথা জানিয়ে দিয়েছে। যদিও তাপমাত্রা বাড়ার সম্ভবনা নেই আপাতত।

তাপমাত্রার পারদ চড়ছেনা আপাতত। কিন্তু ধীর ধীরে বাড়ছে গরমের অস্বস্তিকর অনুভূতি। ঘূর্ণাবর্তের কারণে চারিদিক থেকে ধেয়ে আসা আর্দ্র বাতাস আবহাওয়াকে অস্বস্তিকর করে তুলছে। আবার অন্যদিকে পশ্চিমী বাতাসও প্রবেশ করছে বঙ্গ উপকূলে।

আগামী মাসের শুরুর থেকেই তাপমাত্রার পারদ বাড়তে চলেছে। আপাতত কলকাতায় ৩২ থেকে ৩৩ ডিগ্রীর মধ্যেই থাকবে তাপমাত্রার পারদ। রাত্রিবেলা উষ্ণতা থকেবে ২২ থেকে ২৪ ডিগ্রীর মধ্যে। মার্চ মাস থেকে অবশ্য তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। এমনকি প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রীর গন্ডি ছাড়িয়ে যেতে পারে।

কালবৈশাখী(1)

জানা যাচ্ছে ১ মার্চ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি। এরপর ২ মার্চ তাপমাত্রা সামান্য বাড়বে। ৩ ও ৪ মার্চ দিনের বেলা কলকাতার তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরই মধ্যে আবার ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের আকাশে। কিন্তু দক্ষিণবঙ্গে (South Bengal) তার প্রভাব পড়বে না আপাতত।

আগামী ৫ দিন বৃষ্টির সম্ভবনা থাকছেনা। কিন্তু আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং এবং কালিম্পং এর বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আর বৃষ্টির তেমন সম্ভবনা থাকছেনা। সাথে জানিয়ে রাখি উত্তরবঙ্গেও (North Bengal) আপাতত তাপমাত্রার সেরকম পার্থক্য আসবেনা।

প্রসঙ্গত রবিবার আকাশ আংশিক মেঘলাই থাকবে। কলকাতা এবং আশেপাশের অঞ্চলে ৩২ থেকে ২৪ ডিগ্রীর মধ্যেই থাকবে তাপমাত্রা। শনিবার দিন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রী বেড়ে ছিল ২৩.৬ ডিগ্রীর আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পৌঁছায় ৯৪%। ফলে গরমের অস্বস্তি ভোগ করতে হবে শীঘ্রই।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button