ঝোড়ো হাওয়া সহ তুমুল বৃষ্টি, দক্ষিণবঙ্গের এই জেলাগুলির জন্য জারি সতর্কতা! আবহাওয়ার খবর

সারা পশ্চিমবঙ্গেই (West Bengal) বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে। আর তার জেরে আসন্ন সময়ে সারারাজ্যেই বেশ বৃষ্টি চলতে পারে। অবশ্য শুধু বৃষ্টি নয়, আবহাওয়া দপ্তর আগামী ৫দিনে ভারী বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভবনা সম্পর্কে জানিয়েছে। বাংলা সহ দেশের একাধিক রাজ্যেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তারফলে আগামী সময়ে সারাদেশেই বৃষ্টি চলতে পারে।

বৃষ্টির কারণে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ থেকে কিছুটা মুক্তি মিলেছে। তবে কালবৈশাখী যে আসছে সেই বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বাংলার একাধিক জেলা ভিজতে পারে কালবৈশাখীতে। আবার আগামী সপ্তাহে আবহাওয়াতে বেশ বড়সড় বদলের কথাও জানিয়েছে হাওয়া অফিস।

সারাদেশে বৃষ্টি পরিস্থিতি তৈরী হয়েছে। অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। সেই অক্ষরেখার প্রভাব সারাদেশের বেশ কয়েকটি রাজ্যের পাশপাশি দক্ষিণবঙ্গের ওপরও পড়তে চলেছে। আর তার জেরে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সময়ে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ,মালদা ও দুই দিনাজপুরে ঝড় বৃষ্টি চলতে থাকবে।

weather low pressure

আপাতত ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে থাকবে বাংলার ওপর দিয়ে। যদিও গাঙ্গেয় কলকাতা ও উপকূলবর্তি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভবনা নেই। আগামী ২ দিনেও আকাশ এখানে বেশ পরিষ্কারই থাকবে। যদিও তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবেনা।

আপনাদের জানিয়ে রাখি যে, কলকাতার তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ থেকে ২৪ এর আশেপাশে থাকবে। যদিও বুধবার দুই বঙ্গেই কালবৈশাখী চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে উত্তরবঙ্গর সর্বত্রই বৃষ্টি চলতে থাকছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button