সাবধান! পশ্চিমবঙ্গ জুড়ে তাণ্ডব চালাবে বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি, ঝড়! চরম দুর্যোগ কলকাতাতেও

আবহাওয়া (Weather) সম্পর্কে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস। সোমবার পর্যন্ত যে দুর্যোগ চলবে সেকথা আগেই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এবার জানা গেল উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির সাথে চলবে শিলাবৃষ্টি। সাথে বজ্রপাত তো রয়েইছে। দক্ষিণবঙ্গেও (South Bengal) একই কথা শোনাল হাওয়া অফিস।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড়-বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি চলবে। বৃষ্টির সাথে হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। মোটামুটি একই আবহাওয়া থাকবে মালদা এবং দুই দিনাজপুরে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে রবিবার পর্যন্ত আর হাওয়া বদল হচ্ছে না।
এদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। সাথে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
জানিয়ে রাখি, ১৬ এবং ১৭ মার্চ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। কলকাতা এবং শহরতলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। ১৮ এবং ১৯ মার্চ নাগাদ শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের গতিবেগ দুটোই বাড়বে অনেকখানি। হাওয়া অফিসের মতে এই সময়েই চলবে চরম দুর্যোগ।
এক নজরে আজকের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস
জলীয় বাষ্পের পরিমাণ : ৩৫ থেকে 88 শতাংশ
আসলে ঝাড়খন্ডে নিম্নচাপ অক্ষ তৈরী হওয়ায় এবং তার সাথে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত মিলে এরকম এক পরিবেশ তৈরী করেছে। যদিও কখনোই টানা ঝড় বৃষ্টি চলবেনা সেখানে, বিক্ষিপ্ত ভাবে চলতে থাকবে। যা চলবে সোমবার পর্যন্ত।