হঠাৎ মুড বদল আবহাওয়ার, পশ্চিমবঙ্গে সতর্কবার্তা! বাইরে না বেরোনোর পরামর্শ

শীঘ্রই আবহাওয়াতে (Weather) বড়সড় পরিবর্তন আসছে। বিশেষ করে ঝাড়খন্ডে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার পর থেকেই রাজ্যে বৃষ্টির পূর্বাবস্থা শুরু হয়েছে। সাথে বঙ্গোপসাগরের সক্রিয় ঘূর্ণাবর্ত মিলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প টেনে ধীরে ধীরে শক্তি অর্জন করছে সেটি। সব মিলিয়ে বাংলার আকাশে শীঘ্রই ভারী বর্ষণের সম্ভবনা শুনিয়েছে হাওয়া অফিস।
এদিকে সারাবাংলা জুড়েই সকাল থেকে মুখ ভার করে রয়েছে আকাশ। বৃষ্টি ঝড়, শিলাবৃষ্টির বিষয়ে আগেভাগেই শুনিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। কয়েকদিন আগেই জানানো হয় যে, বুধ থেকে শুক্র দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে (North Bengal) আবার শিলাবৃষ্টির সম্ভবনাও জানানো হয়েছে।
যা খবর আসছে তাতে জানা যাচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার চলবে শিলাবৃষ্টি। এরপর শুক্র থেকে রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে (South bengal) আবার শিলা বৃষ্টি সঙ্গে দোসর হবে ঝড় হওয়া। ১৮ মার্চের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বজ্রপাত নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। কৃষক সহ সাধারণ মানুষ যারা বাইরে যান, তাদের সবাইকে সতর্ক করা হচ্ছে।
এবিষয়ে জানিয়ে রাখি উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে শেষবার বৃষ্টি হয় গতবছর ২৫ অক্টোবর নাগাদ। তারপর এবছর শীত জলদি জলদি পাততাড়ি গোটানোয় দহন জ্বালা বেড়েছে। তবে বৃষ্টির কারণে কমে যাবে গরম। কলকাতা এবং শহরতলীতেও ১৬ ও ১৭ তারিখ বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি বাড়বে ১৮ এবং ১৯ তারিখ থেকে। ঝাড়খন্ডে নিম্নচাপ অক্ষরেখা এবং সঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্ত মিলে এমন আবহাওয়া তৈরি হয়েছে। বুধবার থেকে সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলতে থাকবে বাংলা জুড়ে।