বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, ব্যাপক মুড বদল আকাশের! জানুন পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর

মঙ্গলবার থেকে আবারও পশ্চিমি ঝঞ্ঝার সমস্যা শুরু হয়েছে। সেই কারণে পাঞ্জাব এবং আশেপাশের অঞ্চলে বৃষ্টির বেশ সম্ভাবনা জানানো হয়েছে। আগামী ২ দিনে মাঝারি এবং হালকা তুষারপাতের সম্ভবনা রয়েছে হিমালয়ের কিছু অংশে। আগামী ২১ এবং ২৩ তারিখ কিছু জায়গাতে বৃষ্টির সম্ভবনা জানানো হয়েছে আবহাওয়া (Weather) অফিসের তরফে।
এদিকে বঙ্গোপসাগর (Bay Of Bengal) থেকে আসা দক্ষিণ পশ্চিম বায়ুর কারণে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। একইসাথে অসম, মেঘালয়, নাগাল্যান্ড এবং মণিপুরেও হালকা বৃষ্টির সম্ভবনার কথাও বলা হয়েছে। রাজ্যগুলোতে বজ্রপাতের সম্ভবনাও জানানো হয়েছে। সিকিম এবং দার্জিলিংয়ের আশেপাশের পার্বত্য অঞ্চলেও একই ধরণের আবহাওয়া দেখতে পাওয়া যাবে।
আপাতত হাল্কা কুয়াশা এবং বৃষ্টি চলবে উত্তরবঙ্গের (North Bengal) বিস্তীর্ণ এলাকায়, কিন্তু দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ মূলত পরিষ্কারই থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার কারণে কিছুটা গরম লাগতে পারে, কিন্তু রাত্রি বেলা তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন দেখা যাবেনা। আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে।
দক্ষিণী বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত কিছুটা অস্বস্তি থাকতে পারে। যদিও সকালবেলা এবং রাত্রির দিকে মনোরম পরিবেশ থাকতে পারে। কলকাতা এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকায় গরম এবং অস্বস্তি হতে পারে। উত্তরবঙ্গেও দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
কলকাতা সহ গাঙ্গেয় উপত্যকায় আকাশ বেশ পরিষ্কার থাকবে। রাত্রির দিকে মনোরম আবহাওয়া দেখা যেতে পারে। কলকাতা এবং শহরতলীর বিস্তীর্ণ এলাকায় রাত্রিবেলা সামান্য তাপমাত্রার হেরফের হলেও আবহাওয়া মোটামুটি একই থাকবে। বৃষ্টির সম্ভবনা থাকছেনা অবশ্য।