রাজ্যের বেকাররা প্রতিমাসে পাবেন ১৫০০ করে টাকা! এভাবে আবেদন করে আপনিও নিন সুবিধা

তীব্র রাজনৈতিক চাপের মধ্যেও বেশ কয়েকটি জনমোহিনী নীতি নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ (West Bengal) সরকার। রাজ্যের মানুষের দুর্দশার দিকে তাকিয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এবং সামাজিক আর অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার এমন কিছু প্ল্যান নিয়ে এসেছে যেখান থেকে আপনি লাভবান হবেন। তবে অনেকেই সেই পরিকল্পনা গুলো নিয়ে অবগত নন, আমরা আজকে আপনাদের সেগুলোই জানাবো।

রাজ্যে চাকরির হাল বেহাল, তাই রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য আনা হয়েছে কিছু জনমোহীনি প্রকল্প। কয়েক বছর আগে থেকেই রাজ্যের বেকার যুবক- যুবতীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে রাজ্য সরকার চালু করেছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক-যুবতীরা প্রতিমাসেই 1500 টাকা করে বেকার ভাতা পান।

অনেকে হয়তো নাম শুনেছেন এই প্রকল্পের, কিন্তু কীভাবে কি করলে টাকা পাওয়া যায় সেই সম্পর্কে প্রায় কিছুই জানেন না, আমরা আজকে জানাবো কীভাবে ফায়দা নিয়ে নেবেন।

কীভাবে আবেদন করবেন যুবশ্রী প্রকল্পের জন্য : এক্ষেত্রে প্রথমেই যেতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো, https://employmentbankwb.gov.in। সেখানে গিয়ে নাম এবং ইমেল আইডি দিয়ে ডাউনলোড করে নিতে হবে আবেদন পত্রটি। সেখানে আপনাদের সামনে আসবে একটি ফর্ম। এবার সেই ফর্মে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য যেমন, প্রার্থীর নাম , পিতা-মাতার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কোনও বিষয়ে অভিজ্ঞতা থাকলে তার তথ্যাদি, জাতিগত সংসাপত্র, শারীরিক মাপজোক, প্রার্থীর বাসস্থানের ঠিকানা, ফোন নম্বর , ইমেল আইডি সহ প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ের ফটো আপলোড করে আবেনপত্রটিকে সাবমিট করতে হবে।

সাবমিট করার পর কী করতে হবে : আবেদনপত্র সাবমিট হলে আপনি তার একটি প্রিন্ট কপি ডাউনলোড করে নিন। তারপর সেই কপি কাছাকাছি কোনো এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে অবশ্যই নিজের যাবতীয় তথ্যাদি জুড়ে দিতে হবে। মাথায় রাখবেন আবেদনপত্রের মেয়াদ কিন্তু মাত্র ৬০ দিন।

woman money

এরপর অবশ্য আপনাকে আর কিছু করতে হবে না। ব্যাংক আধিকারিক আপনার সমস্ত তথ্য ভেরিফাই করে নেবেন। প্রক্রিয়ার শেষে আবেদনকারীর মোবাইলে আসবে একটি OTP। সেই ওটিপি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেই এমপ্লয়মেন্ট ব্যাংকের ইমেল আইডি এবং পাশ ওয়ার্ড চলে আসবে আবেদনকারীর ফোনে। এরপর প্রতিমাসে আপনি 1500 টাকা পেতে থাকবেন রাজ্য সরকারের তরফ থেকে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button