সবার অগোচরে সোমবার যাত্রা শুরু পশ্চিমবঙ্গের তৃতীয় বন্দে ভারতের! সময়সূচী প্রকাশ রেলের

প্রতীক্ষার অবসান। অবশেষে প্রথম বন্দে ভারত পেল পূর্ব ভারত। সেই সঙ্গে পশ্চিমবঙ্গেরও তৃতীয় বন্দে ভারত এটি। আগামী সোমবার থেকে পথচলা শুরু করবে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। রেলের তরফ থেকে বাংলার তৃতীয় বন্দে ভারতের সময়সূচীও ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টায় আসামের গুয়াটি থেকে ছাড়বে পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এরপর সেটি কামাখ্যায় পৌঁছবে ১২টা ১৫ মিনিটে। এরপর ট্রেনটি রঙ্গিয়া জংশনে পৌঁছবে ১২টা ৫০ মিনিটে। নলবাড়িতে ট্রেনটি পৌঁছবে দুপুর ১টা ৬ মিনিটে। বিজনিতে ট্রেনটি পৌঁছবে ১টা ৫৭ মিনিটে।

কোকরাঝাড়ে বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছবে দুপুর ২টো ৫০ মিনিটে। ফকিরগ্রাম জংশনে ট্রেনটি পৌঁছবে দুপুর ৩টের সময়। এরপর নিউ আলিপুরদুয়ারে ট্রেনটি পৌঁছবে ৩টে ৪৮ মিনিটে। নিউ কোচবিহারে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছবে বিকেল ৪টে ৫ মিনিটে। ধূপগুড়িতে ট্রেনটি পৌঁছবে বিকেল ৪টে ৫০ মিনিটে। এরপর এনজেপিতে এটি এসে পৌঁছবে সন্ধ্যা ৬টায়।

বাংলার তৃতীয় বন্দে ভারত ট্রেনটি মোট পাঁচটি স্টেশনে দাঁড়াবে। যা হাওড়া-পুরী বন্দে ভারতের থেকে কম। নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বনগাইগাওঁ, কামাখ্যা। পশ্চিমবঙ্গে দুটি এবং অসমে তিনটি স্টপেজ পেয়েছে ট্রেনটি। পাশাপাশি কোচবিহারবাসীর জন্যও সুখবর। কারণ ট্রেনটি নিউ কোচবিহার স্টেশনেও স্টপেজ দিচ্ছে। মঙ্গলবার বাদ দিয়ে সপ্তাহের ছয়দিন ছুটবে এই ট্রেন। এই ট্রেনের গড় গতিবেদ হবে ৭৪.৭২ কিমি প্রতি ঘণ্টা।

vande bharat 3rfw4

যাত্রী পরিষেবা চালু হলে ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ৬টা ১০ মিনিট নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে। নিউ কোচবিহারে গিয়ে ট্রেনটি দাঁড়াবে ৭টা ৩৫ মিনিটে। সেখান থেকে সেটা ছেড়ে যাবে ১ মিনিট পর। এরপর ৭টা ৫০ মিনিটে বন্দে ভারত পৌঁছবে নিউ আলিপুরদুায়ারে। এরপর সকাল ৮টা ৪০ মিনিটে ট্রেনটি পৌঁছবে কোকরাঝাড়ে। এরপর নিউ বনগাইগাওঁ স্টেশনে পৌঁছবে ৯টা ১৩ মিনিটে। ট্রেনটি কামাখ্যায় গিয়ে পৌঁছবে ১১টা ১৮ মিনিটে। এরপর ১১টা ৪০ মিনিটে এটি গুয়াহাটিতে পৌঁছবে।