২৪ ঘণ্টায় দৈত্যাকার রূপ ধারণ করবে নিম্নচাপ, পশ্চিমবঙ্গের এই ১২ জেলায় তুমুল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি

আগামী ১৬ তারিখ থেকে যে আবহাওয়াতে (Weather) বিরাট পরিবর্তন আসবে সেকথা জানিয়ে রেখেছিল হাওয়া অফিস। রাজ্যে নতুন করে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। আর তার জেরে পশ্চিমি হিমালয়ের অংশে শুরু হতে পারে বৃষ্টি। সারারাজ্যেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে আর সাথে হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে।
উত্তরবঙ্গ (North Bengal) এবং দক্ষিণবঙ্গ (South Bengal), উভয়ক্ষেত্রেই হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বুধবার থেকেই এই জেলাগুলোতে মেঘেদের আনাগোনা বেশ চলতে থাকবে।
উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একাধিক জেলাতেই আবহাওয়ায় বড়সড় বদল আসবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। সারা সপ্তাহ জুড়েই চলবে ঝড়বৃষ্টি।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৮%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
আসলে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে তৈরী হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যা ধীরে ধীরে শক্তিশালি হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টায় দৈত্যাকার রূপ ধারণ করতে চলেছে। বৃষ্টির সাথেই চলবে বজ্রপাত এবং সেইসাথে হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। তবে বৃষ্টির ফলে রেহাই মিলবে তীব্র দহনজ্বালা থেকে।