যেতেই চাইছে না শীত, প্রেমদিবসেও কনকনে ঠাণ্ডা! কতদিন থাকবে উত্তরে হাওয়া? আবহাওয়ার খবর

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ফিরে এল শীতের (WInter) আমেজ। উত্তুরে হাওয়ার জোর বাড়তেই দু’দিনে ৬ ডিগ্রিরও বেশি কমল তাপমাত্রা। প্রেম দিবসেও তাপমাত্রা অনেকটাই কম। তবে স্বস্তির খবর এই যে, তাপমাত্রা কেবল রাত ও সকালেই কমবে। বেলা বাড়তেই বাড়বে শহরের উষ্ণতাও।

আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা কী না স্বাভাবিকের চেয়ে অন্তত ২ ডিগ্রি কম। এদিকে গতকাল এবং পরশুর কথা বললে তা ছিল ১৭ ডিগ্রি এবং ২১ ডিগ্রি সেলসিয়াস।

অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার কথা বললে তা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মঙ্গলবারও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি। এইদিন আকাশ মূলত পরিষ্কারই থাকবে। অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

1638661844 winter

আবহবিদেরা জানিয়েছেন, আগামী দু’দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা কম থাকবে। তবে এমন পরিস্থিতি বড় জোর আর এক দুই দিন। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করবে রাতের তাপমাত্রাও। অর্থাৎ এই পারাপতন একেবারেই ক্ষণস্থায়ী বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে যে, এই সময় হঠাৎ কেন এমন পারাপতন? হাওয়া অফিস থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, উত্তুরে হাওয়া সক্রিয় হয়েছে। তাই তাপমাত্রাতেও পতন দেখা দিয়েছে। আর কেবলমাত্র কলকাতাই নয়, বাকি জেলাতেও তাপমাত্রা কমেছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button