সাগরে ঘনাচ্ছে বড় বিপদ, প্রবল বেগে আসবে ঝড়! তুমুল সতর্কতা কলকাতা ও উত্তরবঙ্গের জন্য

পশ্চিমবঙ্গের (West Bengal) সমস্ত জেলাতেই কিছু পরিমাণ বৃষ্টি হয়েছে। মঙ্গলবার থেকে আবহাওয়াও (Weather) বেশ বদলেছে, কিন্তু বৃষ্টি চলবে আরো কিছুদিন। রাজস্থান থেকে বাংলাদেশ (Bangladesh) পর্যন্ত বিস্তৃত বৃষ্টির অক্ষরেখার কারণে অপেক্ষাকৃত দুর্বল হলে বৃষ্টি চলবে কয়েকটা দিন। শুক্র ও শনিবার কলকাতা দিকে বৃষ্টি কম হলেও উত্তরবঙ্গে (North Bengal) দাপট থাকবে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির আমেজ কমলেও গোটা উত্তরবঙ্গেই চলবে বৃষ্টি। আজ ও আগামিকাল এবং পরশু পর্যন্ত খুব হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে আগামী ৪৮ ঘন্টায় কোচবিহার ও আলিপুরদুয়ার বৃষ্টির সম্ভাবনা সামান্য বেশি। বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও।

1200 900 18052015 thumbnail 4x3 weather

উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এখন। আগামী ৪৮ ঘণ্টায় মালদহ এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনার বিষয়েও জানিয়েছে মৌসুম ভবন। উত্তরের পাঁচ জেলায় চলবে মাঝারি বৃষ্টি। সামান্য ঝড়ো বাতাসও বইতে থাকবে।

২৪ এবং ২৫ মার্চ কোথাও বৃষ্টি না হলেও, কিন্তু ২৬, ২৭ তারিখ দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা এবং শহরতলিতে বৃষ্টির সম্ভবনা না থাকলেও দুই এক পশলা বৃষ্টি হলেও হতে পারে। রবিবার থেকে আবারো বাড়বে মেঘেদের আনাগোনা।

আজকের আবহাওয়া:
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩ ডিগ্রী সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩ ডিগ্রী সেলসিয়াস
আর্দ্রতা : ৭১%
বৃষ্টির সম্ভবনা : ২%

rain weather 1

জানিয়ে রাখি, আবহাওয়া দপ্তর একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার বিষয়ে জানিয়েছে। সেখানে তারা জানান, ঝঞ্ঝাটি আগামী ২ দিনের মধ্যে উত্তর ভারতের দিকে পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এছাড়া উত্তর-পশ্চিম আরব সাগরে মৎস্যজীবিদের যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button