ঝড়ের দাপট, শিলাবৃষ্টি আর কতদিন! পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

ফাল্গুন মাসেই পশ্চিমবঙ্গের (West Bengal) প্রায় সমস্ত জায়গায় কালবৈশাখী (Kalbaisakhi) হয়েছে। আর তার জেরে ঝড়বৃষ্টি চলেছে বৃহস্পতিবার থেকে। গত বছরের তুলনায় এবছরের আবহাওয়ার মনমর্জি একেবারেই আলাদা। কলকাতা (Kolkata) সহ উত্তর (North Bengal) এবং দক্ষিণবঙ্গের (South Bengal) বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ শুরু হয়েছে। এছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টিও শুরু হয়েছে।

আবহাওয়া দপ্তর জানাল এবার দক্ষিণবঙ্গে যে বৃষ্টি চলছে তা আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আবার কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝড়ো হাওয়ার কারণে তাপমাত্রার পারদ নামবে আরো কিছুটা। দক্ষিণের সাথে সাথে উত্তরের জেলাগুলোও ভাসবে বৃষ্টিতে।

শনিবার থেকে আবার কলকাতায় প্রতি ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে হওয়া বইতে থাকছে। সাথে চলছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি। উল্লেখ্য বৃহস্পতিবার দিন কলকাতায় কালবৈশাখী আসে। বৃষ্টির কারণে গাঙ্গেয় কলকাতায় এবং শহরতলীর বিস্তীর্ণ অংশে দহনজ্বালা দূর হয়েছে।

এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ২৪ ডিগ্রী সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১ ডিগ্রী সেলসিয়াস
আর্দ্রতা : ৮৫%
বৃষ্টির সম্ভাবনা : ১০০%

অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে যেমন, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় শনিবার সামান্য বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও মিলেছে হাওয়া অফিসের তরফে। ঝড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। সাথে আবার কিছু জায়গায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগও থাকতে পারে হওয়ার।

weather update

উত্তরেও সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। ঝোড়ো হাওয়া চলবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আগামী ২-৩ দিন চলবে এই বৃষ্টি। তবে বৃষ্টি চললেও তাপমাত্রায় আর সেরকম পরিবর্তনের সম্ভবনা নেই। তবে বৃষ্টি বন্ধ হলে তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button