বেরোনোর আগে সাবধান, পশ্চিমবঙ্গের এই জেলাগুলোয় তুমুল ঝড়-শিলাবৃষ্টি! জারি চূড়ান্ত সতর্কতা

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয় যে, শীঘ্রই মেঘে ঢাকবে পশ্চিমবঙ্গ (West Bengal)। আর সেই মতো বজ্রপাত সহ শিলাবৃষ্টি চলতে থাকে। দক্ষিণবঙ্গের (South Bengal) সর্বত্রই বৃষ্টি শুরু হয়। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকে সারাবাংলায়। উত্তরবঙ্গ (North Bengal) থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই আকাশ ঢাকা পড়ে কালো মেঘে।
ফাল্গুন মাসেই কলকাতা (Kolkata) সহ সারা বাংলায় ঝড়ো হাওয়া চলতে থাকে। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, আগামী কয়েকদিন ধরেই চলতে থাকবে ঝড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টি। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনার কথা জানানো হয়েছে। তবে এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েই থেমে যাবে।
পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল গতিতে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত চলবে আপাতত। বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি চলে সারারাজ্যে। এর ফলে তীব্র গরমের হাত থেকে রেহাই মিলেছে সাধারণ মানুষের।
গতকালও উপকূলবর্তী এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। রাতের দিকে বৃষ্টি হয় পুরুলিয়া, বাঁকুড়ায়। বহু জায়গাতে আবার ঝড়ের সাথে বজ্রবিদ্যুৎ চলতে থাকে। আপাতত কয়েকদিন আবহাওয়া এরকম চলবে বলেই খবর। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই আবহাওয়ায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তন আসবেনা আপাতত।
মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হওয়া অফিস। এর মধ্যে আবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টির সম্ভবনা রয়েছে। শিলাবৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়া বইবে ৪০-৫০ কিমি গতিবেগে। বৃহষ্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।