চোখ খুললেই কাঞ্চনজঙ্ঘা! ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অচেনা ‘হিল স্টেশন”, পাত্তা পাবেনা দার্জিলিংও

এই তীব্র গরমে কয়েক দিনের ছুটি নিয়ে পাহাড়ে ঘুরে আসতে সকলেরই ইচ্ছা করছে। কিন্তু বিখ্যাত ট্যুরিস্ট হটস্পট দার্জিলিং (Darjeeling) হোক বা সিকিম (Sikkim), সর্বত্র উপচে পড়েছে পর্যটকদের ভিড়।
এহেন অবস্থায় নিশ্চয়ই আপনিও ভাবছেন যে কী করা যায়? তাহলে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি। ব্যস্ত শিডিউলে কমবেশি সকলেরই নাভিশ্বাস উঠছে। তারওপর এরকম গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এহেন অবস্থায় আপনারও যদি পাহাড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটিতে। এই প্রতিবেদনে আপনি এক নতুন ঘুরতে যাওয়ার জায়গা পাবেন।
এই গরমে আপনার নতুন ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন হতে পারে বেলটার। এখানে থাকা রিসোর্ট আপনাকে বিলাসিতার আনন্দ দেবে। সেইসঙ্গে একদম কাছ থেকে প্রকৃতিকে চুটিয়ে উপভোগ করতে পারবেন।
শহরের বিশৃঙ্খলতা ও কোলাহল থেকে একদম দূরে কার্শিয়াং-এ অবস্থিত এই বেলটার। এখানে আপনি এলে পাহাড়, চা বাগান, সুইমিল পুল, নদী সবকিছুই পাবেন। এখানে গড়ে ওঠা একাধিক প্রপার্টিতে আপনি রাত্রিনিবাস করতে পারেন।
সামনে পাহাড়, রিসোর্টের ভিতরে থাকা স্যুইমিং পুল আপনাকে মুগ্ধ করবেই। জায়গাটি খুবই শান্ত, ফাঁকা, নিরিবিলি। পরিবার হোক, বন্ধুবান্ধব বা প্রিয়জন…এখানে নিরিবিলিতে সময় কাটানোর জুড়ি মেলা ভার।
এখানে থাকা পাহাড়, বিভিন্ন পাখির কিঁচিরমিঁচির হোক বা নদীর শব্দ, আপনাকে মুগ্ধ করবেই। সবকিছু দেখে লোভ লাগছে তো? আপনারও ইচ্ছা করছে তো ছুটে এখানে চলে আসতে?
কিন্তু জানেন কি এখানে থাকতে হলে কী করতে হবে? বা কীভাবে কটেজটি বুক করতে হবে এবং বেলটারে পৌঁছাবেন? বেলটার গ্রামের এই কটেজগুলি জিটিএ পরিচালিত। ফলে বুকিং করতে হবে জিটিএ-এর ওয়েবসাইট থেকে অনলাইনে কিংবা ফোন করে।
আর এই বেলটারে আসতে গেলে আপনাকে প্রথমে শিলিগুড়ি পৌঁছাতে হবে। এরপর সেখান থেকে শেয়ারে হোক বা প্রাইভেটে গাড়ি বুক করে এখানে চলে আসতে পারেন। তাহলে আর দেরী কেন? ব্যাকপত্তর গুছিয়ে ঘুরে আসুন বেলটার।