অসম্ভব সুন্দর! লোকাল ট্রেনে চেপে ঘুরে আসুন কলকাতার কাছে ‘মিনি ডুয়ার্স” থেকে, হয়ে যাবেন মুগ্ধ

ঘুরতে যাওয়ার ইচ্ছে কার না হয়, কিন্তু ঘুরতে যাবেন কোথায়! সেই তো দীঘা (Digha), পুরী (Puri) অথবা দার্জিলিং (Darjeeling)। একই জায়গা ঘুরে ঘুরে তিতিবিরক্ত হয়ে পড়েছেন অনেকে। আবার দূরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও ছুটি নেই। আবার শীতকালে একটু ঘুরে না আসলেও ঠিক পোষায় না। তাহলে উপায় কি?
আপনাদের জন্য এমন এক ব্যবস্থা করেছি আমরা যাতে বেশী ছুটিরও প্রয়োজন পড়বে না,আবার ভ্রমণের শখও মিটে যাবে। এই ট্যুরে সময় লাগবে মাত্র ১ দিন। দারুণ অভিজ্ঞতা হবে এখানে, তাই চলুক এই ট্যুর সম্পর্কে বিস্তারিত তথ্য জানাই আপনাদের।
আসলে কলকাতার খুব কাছেই রয়েছে মিনি ডুয়ার্স (Dooars)। কিন্তু অনেকেই সেব্যাপারে জানেননা। আসলে এই জায়গা অবস্থিত হাওড়া জেলার ঝালুয়ারববেড়ে। সেখানে পৌঁছালে জায়গাটিকে দেখে মনে হবে যেন সম্পূর্ণ ডুয়ার্সে চলে এসেছেন আপনি। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে যাবেন।
এই জায়গা যাওযার জন্য প্রথমে আপনাকে হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরে ঝালুয়ারবেড় স্টেশনে নামতে হবে হবে। স্টেশনে নামার সাথে সাথেই বুঝতে পারবেন যে, এ এক সম্পূর্ণ অন্য জায়গায় এসে পৌঁছেছেন আপনি। ইচ্ছে হবে সবুজ অরণ্যে ঘেরা স্টেশনে সারাদিন কাটাতে।
সেখানে প্রকৃতির মাঝে একান্তে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘুরে আসতে পারেন রামকৃষ্ণ বাটি, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরী শিবকালী মন্দিরের চূড়া। শীতের সময় অনেকে জায়গাটিকে বেছে নেন পিকনিক করার জন্য। অসাধারণ সুন্দর সেই জায়গা।