বাবার শোকে পাথর মা, চোখের জল মুছে দিচ্ছে অভিষেকের মেয়ে! কাঁদিয়ে দেবে ভাইরাল ভিডিও

কলকাতাঃ না ফেরার দেশে চলে গিয়েছেন বিখ্যাত অভিনেতা অভিষেক চ্যাটার্জি। কাঁদিয়ে গিয়েছেন তার লক্ষ লক্ষ অনুগামীদের। শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও ইন্ডাস্ট্রি জুড়ে। খবরটা শুনেও মেনে নিতে পারছেন না অনেকেই। বুধবার রাত্রি ১ টার দিকেই ইহলোক ত্যাগ করেন তিনি। শোকে পাথর তার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। স্বামীর অকালমৃত্যু কোনোমতেই মেনে নিতে পারছেন না তিনি। হৃদরোগের কারনেই অকালমৃত্যু তার। তাকে যে আর কোনদিনই বড়পর্দায় দেখা যাবে না, সেটাই মেনে নিতে পারছেন না তার ভক্তকুল। হঠাতই তার চলে যাওয়ায় সৃষ্টি হয়েছে শূন্যস্থানের।
স্ত্রী ও কন্যাকে নিয়ে বেশ সুখের সংসার ছিল অভিষেকের। আচমকাই যেন তাতে ছন্দপতন। বড্ড একা হয়ে গেলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চ্যাটার্জী।আর মাত্র কয়েকমাস পরই ছিল তাদের ১৪ তম বিবাহবার্ষকী। কিন্তু তার আগেই চিরকালের জন্য চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়।
১৯৬৪ সালের ৩০ এপ্রিল উত্তর কলকাতায় জন্ম হয় অভিষেক চট্টোপাধ্যায়ের। পড়াশোনা করেন বরানগর রামকৃষ্ণ মিশনে। ভালোবাসতেন অভিনয়কে। নিজেকে সর্বদাই ব্যস্ত রাখতেন শ্যুটের মধ্যে। অভিনয় পাগল এই মানুষটা শুটিং করতে করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এদিকে জানা যাচ্ছে যে, গত দুই তিনদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।একটি রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন অভিষেক, সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। স্যালাইনের ব্যবস্থাও করা হয়েছিল তার জন্য।
চ্যানেলের শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে কয়েকবার বমিও করেন অভিষেক চট্টোপাধ্যায়। তাকে হাসপাতালে ভর্তি করার চেষ্টা করা হলেও রাজি হননি তিনি। বাড়ি আসতে চেয়েছিলেন। স্যালাইন দেওয়ার জন্য লোক এসেছিল বাড়িতেই। সেসময় ওর শিরা খুঁজে পাননি তারা। স্যালাইন দিতে আসা ব্যক্তিরা পরদিন সকালে স্যালাইন দেওয়ার কথা বললেন। কিন্তু সেই সকালটা আর এল না।
আর এবার ভাইরাল হচ্ছে অভিষেকের শেষ মুহূর্তের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে যে, অভিষেকের মেয়ে তাঁর মাকে বাবার চলে যাওয়ার পর সান্ত্বনা দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি সকলের নজর কেড়েছে আর ওই টুকু মেয়ের মায়ের পাশে দাঁড়ানো দেখে সবার চোখে জল চলে আসছে।