মাত্র ১০ হাজার টাকা নিয়ে দুই বন্ধু শুরু করেন ব্যবসা, অভিনব আইডিয়ার জেরে আজ কোটিপতি

কোনো লক্ষ্য স্থির করলে তা পূরণের জন্য থাকতে হয় আত্মবিশ্বাস এবং অদম্য ইচ্ছা। ব্যবসার ক্ষেত্রে মূলধন গুরুত্বপূর্ণ হলেও সঠিক পরিকল্পনা থাকলে নূন্যতম পুঁজি নিয়ে শুরু করেও সাফল্যের শিখরে পৌঁছানো যায়। আর সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে যারা নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় তারাই লিখতে পারে সাফল্যের অনন্য কাহিনী।

আজকের প্রতিবেদনেও এমনই দুজন মানুষের প্রসঙ্গ তুলে ধরতে চলেছি পাঠকদের সামনে‌। এই দুই ব্যক্তি মাত্র ১০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। আর আজ তাদের কোটি কোটি টাকার টার্নওভার। আজ তাদের কোম্পানি ‘ট্রিম ট্রিম স্টোর’ নামে বহুল পরিচিত।

দুই বন্ধুর নাম দয়া আর্য এবং উপেন্দ্র যাদব। দুজনেই একসঙ্গে এমবিএ পড়েছেন। এমবিএ করার পর কোনো কোম্পানির দরজায় কড়া না নেড়ে নিজেদের ব্যবসা খোলার পরিকল্পনা করেন দয়া এবং উপেন্দ্র। আর সেইমতো লেগে পড়েন নিজেদের ব্যবসায়। দুজনেই ডিজিটাল মার্কেটিংকে কাজে লাগিয়ে অনলাইন টি-শার্ট বিক্রি করা শুরু করেন। তবে এদের ব্যবসায় রয়েছে একটা টুইস্ট।

একটি সাক্ষাৎকারে দয়া জানান, মাত্র ১০-১২ হাজার টাকা নিয়ে মাঠে নেমেছিলেন তারা। কিন্তু বাজারে প্রতিদ্বন্দ্বী কম নেই, তাই বাজারে টিকে থাকতে হলে বাকিদের চেয়ে আলাদা কিছু করতে হবে। তাই বর্তমান দিনের ফ্যাশন ট্রেন্ড ফলো করতে শুরু করেন তারা। এবং মানুষের চাহিদা অনুযায়ী টি শার্ট প্রিন্ট করাতে শুরু করেন, যা এক কথায় প্রিন্ট অন ডিমান্ড নামে পরিচিত।

প্রিন্ট অন ডিমান্ড বিজনেস মডেল কি: এই ভিন্ন ঘরানার ব্যবসায়িক মডেল সম্পর্কে বলতে গিয়ে কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা দয়া আর্য জানান যে, “প্রিন্ট অন ডিমান্ড এমন একটি বিশেষ মডেল, যা যেকোনো যুবককে তাদের নিজস্ব ব্যবসা শুরু করার সুযোগ দেয়। নিজেদের ব্যবসার পাশাপাশি, আমরা সেই সমস্ত নতুন ব্যাবসায়িদের সাহায্য করি যারা অনলাইনে টিশার্ট বিক্রি করতে চান এবং অর্থের অভাবে কাজ বাড়াতে পারছেন না”।

tshirt printing

আসলে এই কোম্পানির কাজ টি-শার্টের মকআপ প্রস্তুত করা এবং সেগুলি প্রিন্ট করা। টি-শার্টও তখনই প্রস্তুত হয় যখন এর চাহিদা থাকে। এই মডেলে, আগে থেকে কিছু প্রস্তুত রাখার প্রয়োজন নেই, গ্রাহকের চাহিদার ভিত্তিতে অর্ডার প্রস্তত করা হয়। এরপর গ্রাহকদের পছন্দ অনুযায়ী প্রিন্টের মাধ্যমে তাদের পছন্দসই ডিজাইনের টি শার্ট তৈরি করা হয়। অর্থাৎ আপনি যেমন চাইবেন আপনার জন্য ঠিক তেমন টি-শার্ট প্রিন্ট করে দেবে ‘ট্রিম ট্রিম স্টোর’।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button