ফের নক্ষত্র পতন! জিম করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেতা

প্রখ্যাত টিভি অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী 46 বছর বয়সে প্রয়াত হয়েছেন। জানা যাচ্ছে, শুক্রবার সকালে তিনি জিমে ওয়ার্কআউট করার সময় তিনি মারা যান। ‘কুসুম’, ‘ওয়ারিস’ এবং ‘সূর্যপুত্র করণ’ সিরিয়ালের জন্য বেশ বিখ্যাত এই অভিনেতা। টিভি অভিনেতা জয় ভানুশালী ভক্তদের এই দুঃখজনক খবর দিয়েছেন। সিদ্ধান্ত বীর তাঁর স্ত্রী অ্যালিসিয়া রাউত এবং দুই সন্তানকে রেখে গেছেন। ফিটনেস নিয়ে বেশ সতর্ক ছিলেন সিদ্ধান্ত।

সিদ্ধান্ত বীরের ছবি শেয়ার করে জয় ভানুশালী লিখেছেন, ‘ভাই, তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে।’ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় জয় ভানুশালী সিদ্ধান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এক সাধারণ বন্ধুর কাছ থেকে এই খবর পেয়েছি। জিমে ওয়ার্কআউট করার সময় তিনি মারা যান।

live tv actor siddhaanth vir suryyavanshi dies at 46 while working out in gym

সিদ্ধান্ত বীর সূর্যবংশী একজন মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি আনন্দ সূর্যবংশী নামেও পরিচিত ছিলেন। ‘কুসুম’ সিরিয়াল দিয়ে টিভিতে অভিষেক হয় তার। এর বাইরে অনেক জনপ্রিয় টিভি শোতে কাজ করেছেন সিদ্ধান্ত বীর সূর্যবংশী। সবার মনেই তিনি নিজের ছাপ ফেলেছিলেন। ‘কসৌটি জিন্দেগি কি’, ‘কৃষ্ণ অর্জুন’, ‘কেয়া দিল মে হ্যায়’ থেকে, সিদ্ধান্ত বীর সূর্যবংশী তার কেরিয়ারের সাফল্য পেয়েছিলেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button