বিপাকে শ্রাবন্তীর ছেলে ঝিনুক! ঘটনা পৌঁছাল থানা অবধি

 টলিপাড়ার শীর্ষস্থানীয় অভিনেত্রী হওয়ার সুবাদে তাকে নিয়ে গসিপ কোনো নতুন বিষয় নয়। টুকটাক চর্চা লেগেই থাকে। তবে সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রবিন্দু তিনি নন বরং তার ছেলে ঝিনুক (Abhimanyu Chatterjee)। হ্যাঁ, টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির (Srabanti Chatterjee) ছেলের কথাই বলছি আমরা। সম্প্রতি ঝিনুক পড়েছেন মহা সমস্যায়।

সূত্রের খবর, রীতিমত হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুক। প্রসঙ্গত, ঝিনুক এবং শ্রাবন্তী থাকেন দক্ষিণ কলকাতার এক নামি আবাসনে। সেখানেই থাকেন আরেক চর্চিত দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি। সেখানেই ঘটেছে এক বড়োসড় গণ্ডোগোল।

মিডিয়া সূত্রে খবর, শ্রাবন্তীর ছেলের উপর নাকি চড়াও হয়েছিল কিছু মানুষ। আর যারা এই ঘটনায় যুক্ত তারা নাকি সেই আবাসনের বাসিন্দা। এহেন একটা ঘটনায় শ্রাবন্তী যে চুপ থাকবেন না সে তো জানা কথা। এরপরেই শত্রুপক্ষের বাড়িতে হানা দেন অভিনেত্রী। সূত্রের খবর সেখানে নাকি দেখা গিয়েছে শ্রাবন্তী নতুন প্রেমিককে।

মিডিয়া রিপোর্ট বলছে, একটা ছোটোখাটো অ্যাকশন সিকুয়েন্সও ঘটে গিয়েছে সেখানে। আর তাতেই ঘটনা গড়ায় থানা অবধি। এদিকে শত্রুপক্ষের বাড়ির লোকও চুপ থাকার মানুষ নন। তারাও পৌঁছে যান আনন্দপুর থানায়। যদিও কোন এফআইআর-এর খবর পাওয়া যায়নি। আসলে পুলিশ বিষয়টিকে আর বাইরে আসতে দেয়নি।

1652347327 new project 2022 05 12t145101 969

প্রসঙ্গত উল্লেখ্য, ঝিনুক হল শ্রাবন্তী এবং অভিনেত্রীর প্রথম স্বামী রাজীব বিশ্বাসের ছেলে। যদিও মিডিয়া লাইমলাইট তিনি একেবারেই পছন্দ করেননা। নায়কসুলভ, সুদর্শন চেহারার অধিকারী হলেও ক্যামেরার পেছনে থাকতেই বেশি ভালোবাসেন ঝিনুক ওরফে অভিমন্যু চ্যাটার্জী।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button