১০ হাজার কোটি ব্যয়ে পুনর্নির্মিত হচ্ছে ভারতের তিনটি ট্রেন স্টেশন! গোটা বিশ্বকে অবাক করবে এর ব্যবস্থা

এতদিন আমরা ভারতীয়রা বিদেশ গিয়ে দেখতাম কি সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার, অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে সেদেশের রেল স্টেশন থেকে শুরু করে বিমানবন্দর সর্বত্রই। এতদিন আমাদের ভারতে (India) সেরকম কিছু ছিলনা। কিন্তু এবার যখন ভারত কিছু করবে তখন তাকিয়ে তাকিয়ে দেখতে বাধ্য থাকবে সারা বিশ্ব। মোদী সরকার দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে একাধিক রেল স্টেশনের পরিকাঠামো উন্নয়ন করছে।

এবার আরো তিন বড় রেলস্টেশনের ভোলবদল করতে চলেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা নয়াদিল্লি, আহমেদাবাদ এবং ছত্রপতি শিবাজি টার্মিনাস-মুম্বাই এই তিনটি রেল স্টেশনের পুনর্নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে৷ আনুমানিক দশ হাজার কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হবে স্টেশনগুলির। রেল মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে, নির্মাণকার্য সম্পূর্ন হওয়ার পর যাত্রীরা নয়াদিল্লি, ছত্রপতি শিবাজি টার্মিনাস মুম্বাই রেল স্টেশন এবং আহমেদাবাদ রেলওয়ে স্টেশনে বিশ্বমানের সমস্ত সুবিধা পাবেন।

রেলের তরফে জারি করা নকশা দেখলে তাক লেগে যাবে যে কারোরই। কী নেই সেখানে। শপিং মল থেকে শুরু করে সিনে কমপ্লেক্স বা ফুডকোর্ট। সমস্ত কিছুই রয়েছে সেখানে। বিমাবন্দরের আদলে তৈরি করা হয়েছে সেই রেল স্টেশন। সমস্তধরণের আধুনিক সুযোগ সুবিধা মিলবে সেখানে।

রেল মন্ত্রক সূত্রে আরো জানা যাচ্ছে যে, দেশজুড়ে মোট ১৯৯টি স্টেশনের পুনঃউন্নয়নের কাজ চলছে জোরকদমে। আর এদের মধ্যে ৪৭টি স্টেশনের জন্য ইতিমধ্যে টেন্ডার জারি করা হয়েছে। বাকি স্টেশনগুলোর জন্য মাস্টার প্ল্যানিং ও ডিজাইনের কাজ চলছে। ইতিমধ্যে আরো ৩২ টি স্টেশনে কাজ শুরু হচ্ছে।

আধুনিকরণের পর কেমন হবে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস: যাত্রীদের সুবিধার্থে থাকবে বিভিন্ন ক্যাফেটেরিয়া এবং বিনোদনের জায়গা। থাকবে ফুড কোর্ট, ওয়েটিং লাউঞ্জ, বাচ্চাদের খেলার জায়গা, স্থানীয় পণ্যের জন্য জায়গা ইত্যাদি। আর স্টেশনকে আরো চিত্তাকর্ষক তৈরি করতে সেখানে থাকবে পর্যাপ্ত আলো, লিফট/এসকেলেটর সহ বাতানুকূল পরিবেশ।

নয়াদিল্লি রেলস্টেশন দেখতে এরকম হতে পারে : দিল্লি রেলস্টেশনের এক বড় অসুবিধা হলো পার্কিং স্পেসের সমস্যা। এবার তাই পর্যাপ্ত পার্কিং সুবিধাসহ যাতে যান চলাচলেও কোনো বাধা না আসে তার মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। দিল্লি রেলস্টেশনকে মেট্রো, বাস ইত্যাদির মতো পরিবহনের অন্যান্য মোডের সাথে সংযুক্ত করা হবে। যাত্রীদের সমস্ত সুবিধা তো মিলছেই, সাথে পরিবেশবান্ধব উপায়ে তৈরি করা হবে এই স্টেশনকে।

আমেদাবাদ রেলস্টেশন কেমন দেখাবে: এই স্টেশনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে প্রতিবন্ধী ব্যক্তিদের। তাদের সুযোগ সুবিধার ব্যাপারে অতিরিক্ত সতর্কতা বজায় রেখে রেলস্টেশন নির্মাণ করছে রেল। ইন্টেলিজেন্ট বিল্ডিংয়ের ধারণার ভিত্তিতে তৈরি করা হবে এই রেলস্টেশন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button