শৈশব কেটেছে দারিদ্রতায়, খাবারের জন্য করতে হয়েছে সংগ্রাম! আজ কয়েক কোটি টাকার মালিক

পড়াশোনা অনেকসময় ছাত্রছাত্রীদের কাছে বিরক্তিকর বলে মনে হয়। কিন্তু খান স্যার (Khan Sir) এমনই একজন মানুষ যিনি পড়াশোনাকে খুবই আকর্ষণীয় করে তুলেছেন। আজ সর্বত্রই তার নাম আলোচিত হচ্ছে, সারাভারতেই বিরাট জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তাই চলুন আজ আমরা খান স্যারের কথা জেনে নিই।

‘খান জিএস রিসার্চ সেন্টার’-এর প্রতিষ্ঠাতা, খান স্যার এর আসল নাম নিয়ে এখনো অনেক গুজব রয়েছে। যদিও খান স্যার নামেই বেশি পরিচিত তিনি। খান স্যার পাটনার সবচেয়ে বড় কোচিং ইনস্টিটিউট, খান জিএস রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা। সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য অতুলনীয় তার এই কোচিং সেন্টার।

সেখানে UPSC, UPPCS, BPSC, BSSC, UPSSSC, SSC, ব্যাঙ্ক, রেলওয়ে, সেনা বাহিনী, বিমান বাহিনী সহ আরো অনেক পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়। খান স্যার নিজেই জেনারেল স্টাডির প্রস্তুতি দেন। খান স্যার নিজের অনন্য স্টাইলে শিশুদের পড়াতে থাকেন ফলে তিনি আজ শুধু পাটনা, বিহারেই নয়, তার পাশাপাশি সারা দেশেই বিখ্যাত হয়ে উঠেছেন।

শিক্ষাগত যোগ্যতা বললে, খান স্যার প্রয়াগরাজ বিশ্ববিদ্যালয় থেকে নিজের স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়া পড়াশোনা করার সময় রাজনীতিতেও বেশ পটু ছিলেন তিনি, আর তাই বহুবার কারাগারেও যেতে হয়েছে তাকে। যদিও খান স্যার অফলাইনে পড়াতেন, কিন্তু লকডাউনের কারণে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় নিজের ইউটিউব চ্যানেল খুলে অনলাইনে পড়াতে শুরু করেন তিনি।

দীর্ঘদিন ধরে পাটনায় নিজের কোচিং ইনস্টিটিউট চালাচ্ছেন খান স্যার। 2019 সালের এপ্রিল মাসে তিনি “খান জিএস রিসার্চ সেন্টার” নামে একটি ইউটিউব চ্যানেল খোলেন। এখন তার সেই চ্যানেলটি সারা ভারতে খান স্যারের জনপ্রিয়তার অন্যতম কারণ হয়ে উঠেছে। ইউটিউব চ্যানেলটিতে মোট 17 মিলিয়নেরও বেশি সবাক্রাইবার রয়েছে।

khan sir sixteen nine

খান স্যারের বিশেষত্ব হলো, তিনি কঠিনতম বিষয়গুলোকেও খুবই সহজ আর আকর্ষণীয়ভাবে ব্যাখ্যা করতে পারেন। শিক্ষার্থীরা তার কাছে দ্রুত শিখে যায়। জানলে অবাক হবেন অর্থের কারনে কোনোদিন কাওকে তার কোচিং সেন্টার থেকে ফেরত যেতে হয়নি। আর আজ তিনি শুধু পড়াচ্ছেন তাই না, সেখানের সবচেয়ে বড় লাইব্রেরিও খুলেছেন তিনি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button