সাইকেলকে বাংলায় কী বলে? ৯৯% বাঙালিই জানেন না এর উত্তর! জবাব আপনাকে অবাক করবে

সাইকেল বা বাইসাইকেল (Bicycle), এই নামে আমাদের কাছে পরিচিত দুই চাকা বিশিষ্ট বিশেষ যন্ত্রটি। বর্তমানে সর্বসাধারণের মাঝে সাইকেলের কদর কমেছে অনেকটাই। কিন্ত একটা সময় ছিল, যখন বাড়িতে সাইকেল রাখাটা অনেকখানি স্ট্যাটাস বহন করতো। যাতায়াতের অনিতোম গুরুত্বপূর্ন মাধ্যম হয়ে ওঠে সাইকেল।
আসলে আগেকার দিনে গাড়ির রমরমাও থাকেনি এতখানি, মোটরবাইক কালেকস্মিনে দেখা যেত। অতি উচ্চমানের ধনীই মোটর সাইকেল কিনতে পারতেন। কিন্তু বাকিদের জন্য এই সাইকেলই ছিল একমাত্র মাধ্যম। যদিও কালের প্রকোপে ধীরে ধীরে সাইকেলের রেওয়াজ কমেছে, আর সেইস্থান দখল করেছে মোটরবাইক।
একটা সময় এই সাইকেলের সামনের রডে প্রেমিকাকে বসিয়ে প্রেমের শুরুর দিনগুলোর কথা মনে গেঁথে রয়েছে কত কত মানুষের। কিন্তু এখন ব্যাপার হলো সাইকেল আদতে ইংরাজি শব্দ। তাহলে সাইকেলের বাংলাটা ঠিক কী? সোশ্যাল মিডিয়ায় করা একটি সমীক্ষায় দেখা যায়, ৯৯ শতাংশ মানুষই বলতে পারেননি সঠিক উত্তর। আপনি জেনে থাকলে কমেন্ট সেকশনে জানান আমাদের।
যদি না জানেন তাহলে আপনাদের জানিয়ে রাখি, সাইকেলের বাংলা দ্বিচক্রযান। এক্ষেত্রে ‘দ্বি’ কথার অর্থ হল দুটি এবং ‘চক্র’ কথার মাধ্যমে চাকাকে বোঝানো হয়। যান বলতে যন্ত্রের কথা বলা হয়েছে। ‘সাইকেল’ শব্দটির আসলে বাংলা ভাষার ক্ষেত্রে অনুপ্রবেশ ঘটেছে। বর্তমান সময়ে ফিটনেস প্রেমীদের মধ্যে সাইকেলের জনপ্রিয়তা বেশ বেড়েছে।