চুটিয়ে প্রেম করছেন স্বস্তিকার মেয়ে, শেয়ার করলেন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! চেনেন প্রেমিককে?

অন্বেষা মুখোপাধ্যায় (Anwesha Mukherjee) কে হয়তো আপনারা অনেকেই চেনেন। কেনই বা চিনবেন না, তিনি যে স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) একমাত্র মেয়ে। বঙ্গ ইন্ডাস্ট্রির স্টারকিড তিনি। স্বাভাবিক ভাবেই তার নিয়ে অনেক কৌতূহল থাকবে নেটিজেনদের।

এবিষয়ে আপনাদের জানিয়ে রাখি যে, তিনি বেশ প্রেম করছেন। ইনস্টাগ্রামে নিজেই আলাপ করিয়ে দিয়েছেন প্রেমিকের সঙ্গে। অন্বেষা লিখেছেন, “এক বছরের শুভেচ্ছা, ভালবাসা। এক বছর দারুণ কেটেছে। প্রতিটা মুহূর্ত ভাল লেগেছে আমার। তুমি আমার জন্য যা করেছে সে জন্য ধন্যবাদ। আমাদের প্রতিটা ঝগড়াই আজ আমাদের এতদূর নিয়ে এসেছে।”

333078313 223980873353784 136241941700268728 n

অন্বেষার আরো বক্তব্য, “মা সেদিন জিজ্ঞাসা করছিল, যে বেলুনটা তুমি আমায় প্রথম কিনে দিয়েছিলে তাতে এখনও হাওয়া রয়েছে কী করে, আমি বললাম এটাই হল ভালবাসা। আর মাত্র একটা মাস, তারপরেই আমি বাড়ি আসছি, তোমার কাছে আসছি। তোমায় ভালবাসি।” স্বস্তিকাও যে মেয়ের প্রেম সম্পর্কে অবগত সেটা বেশ বোঝা যাচ্ছে।

 

মেয়ে বাড়ি ফিরে প্রেমিকের সাথে সময় কাটানোর কথা বললে স্বস্তিকা কপট অভিমান করে বসেন। তিনি বলেন, “তাহলে বাড়িতে আমার সঙ্গে কে থাকবে?” এদিকে অন্বেষার মাসি, অর্থাৎ স্বস্তিকার বোন অজপা মুখোপাধ্যায়ের চোখেও বেশ বিস্ময়। তিনি তো ভাবতেই পারছেন না যে, সেই ক্ষুদে মেয়েটি বড় হয়ে এমন কথা লিখতে পারে! বন্ধুরাও অভিনন্দন জ্ঞাপন করেছে অন্বেষাকে।

প্রসঙ্গত জানিয়ে রাখি যে, মেয়েকে একা হাতে মানুষ করেছেন স্বস্তিকা। স্বামীর সাথে ছাড়াছাড়ির পর সমাজের শত কটাক্ষ শয়েও মেয়েকে বড় করে তুলেছেন তিনি। দুইজনের বয়সের ফারাক খুব বেশি না হওয়ার কারণে বেশ ভালো বন্ধু হয়ে ওঠেছেন তারা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button