দুই IITian বন্ধু মাত্র ৩০ হাজার টাকা দিয়ে নামেন অভিনব ব্যবসায়, আজ ২০০ কোটির মালিক

ভারতে (India) এখন স্টার্টআপ কালচার বেড়ে চলায় বহুব্র্যান্ড নিজেদের ব্যাবসা (Business) বাড়িয়েছে। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্টার্টআপ গুলো হঠাৎ করে যেন গতি পেয়েছে। আজ আমরা নিত্যদিন এমন অনেক পণ্য ব্যাবহার করি যেগুলো এই সমস্ত স্টার্টআপ কোম্পানিদের দ্বারাই তৈরী। সেরকমই এক সাকসেসফুল স্টার্টআপের ব্যাপারে বলতে চলেছি আপনাদের।

Bewakoof কোম্পানির নাম তো আমরা সবাই শুনেছি প্রায়। এই কোম্পানি শুরু করেন সিদ্ধার্থ মানোট। যিনি আজ কোটি কোটি টাকা আয় করছেন। আজ তার স্টার্টআপ কোম্পানি ভারতের অন্যতম বড় রিসেলিং এবং ই-কমার্স কোম্পানিতে পরিণত হয়েছে। আজকে আমরা সেই Bewakoof কোম্পানির যাত্রা সম্পর্কে অবগত করতে চলেছি আপনাদের।

এই ব্যাবসার শুরু ২০১২ সালে। IIT তে পড়ার সময় দুই বন্ধু মিলে এই ব্যবসা শুরু করেন। কলেজে পড়ার সময় থেকেই দুজনের মধ্যে ব্যাবসার ভূত চেপেছিল আর তারা রোজগারও করছিলেন বেশ ভালো। কলেজে পড়ার সময় থেকেই প্রভাকিরণ সিং এবং সিদ্ধার্থ মানোট বেশ কয়েকটি ছোট ব্যবসা শুরু করেন আর তার মধ্যে অন্যতম ছিল তাদের টি-শার্ট প্রিন্টিং-র ব্যবসা।

ব্যবসা যখন শুরু হয় দুজনেই সেসময় IIT বম্বে থেকে সিভিল ইন্জিনিয়ারিং পড়ছিলেন। ২০১০ সালেই তারা ডোমেন খুঁজতে থাকেন। এরপর নিজেরাই Bewakoof.com নাম নিয়ে হাজির হন । সেই ডোমেইন থেকেই ২০১২ সালে সৃষ্টি হয় bewakoof কোম্পানির। কঠোর পরিশ্রম এবং একাগ্র সাধনার কারণে দুজন মিলে গড়ে তোলেন এই ব্যবসা।

এরপর অনেক পরিবর্তন এসেছে তাদের মধ্যে। কোম্পানি ধীরে ধীরে বড় গিয়ে আজকের দৈত্যাকার অবস্থায় পৌঁছেছে। মার্কেট ধরে রাখার জন্য সবসময়ই তারা নিত্য নতুন আইডিয়ার টিশার্ট বিক্রি করেন। আর জনগণের মধ্যে সেগুলি বেশ জনপ্রিয় হয়।

bewakoof owner 1

খুব কম সময়েই Bewakoof নিজেদের প্রতিষ্ঠিত করেছে ভারতীয় বাজারে। আজ অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যে খুব দ্রুত ব্যবসা সম্প্রসারণ হয়েছে। আর কঠোর পরিশ্রমের সাহায্যে মাত্র ৩০,০০০ টাকার সেই কোম্পানি আজ ২০০ কোটি টাকার কোম্পানিতে পরিণত করেছেন তারা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button