৬ হাজার টাকার স্কলারশিপ পাবে রাজ্যের পড়ুয়ারা, এই সহজ উপায়ে আবেদন করে তুলে নিন ফায়দা

রাজ্যের পড়ুয়াদের জন্য আরেক স্কলারশিপের খবর নিয়ে হাজির হয়েছি আমরা। শুরু হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar) স্কলারশিপ। মেধাবী কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো নয় এমন পড়ুয়াদের সুবিধার জন্য এই স্কলারশিপের মাধ্যমে মিলবে ৬০০০ টাকা! তাহলে চলুন দেখে নিই কীভাবে আবেদন করবেন ।

এই নয়া স্কলারশিপ সরকার পরিচালিত কোনো বৃত্তি ব্যবস্থা নয়। এক বেসরকারি সংগঠন শুরু করেছে এই স্কলারশিপ। আগামী ২৬ শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মতিথি উপলক্ষ্যে এবার আরো বেশি বেশি পড়ুয়াকে সাহায্য করতে পারবে সংগঠনটি। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আর্থিকভাবে দুঃস্থ ছাত্রছাত্রীদেরই মিলবে এই সুযোগ।

কারা পাবেন এই বৃত্তি: আর্থিকভাবে অনগ্রসর কেও স্কুলে অধ্যয়ন করার সময়ই মিলবে এই আর্থিক সহায়তা। তবে বিভিন্ন ক্লাসের জন্য অনুদানের পরিমাণ বিভিন্ন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই স্কলারশিপ পেতে পারেন।

কত টাকা পাওয়া যাবে : শ্রেণীবিশেষে টাকার অংক বিভিন্ন। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা পেয়ে যাবেন ১,২০০ টাকা, আর নবম শ্রেণীর ক্ষেত্রে সেই পরিমাণ দাঁড়াবে ২,৪০০ টাকা। এরপর দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ৩,৬০০ টাকা, ৪,৮০০ টাকা এবং ৬,০০০ টাকা দেওয়া হবে।

বিদ্যাসাগর স্কলারশিপ পাওয়ার যোগ্যতা কী :

  • ১) প্রথমত পড়ুয়া এবং তার পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই আবেদন করা যাবে।
  • ২) কোনো স্বীকৃত বিদ্যালয়ে পড়াশোনা করলে তবেই মিলবে স্কলারশিপ।
  • ৩) পড়ুয়ার পরিবারের মোট মাসিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হলে পাবেন না।

আবেদন করতে কী কী নথি লাগবে :

  • ১) আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো
  • ২)পূর্ববর্তী ক্লাসের মার্কশিট বা সার্টিফিকেট
  • ৩)আধার কার্ড
  • ৪) পারিবারিক ইনকাম সার্টিফিকেট
  • ৫) ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি।
    ব্যাস এগুলো জুড়ে দিলেই হয়ে গেল।

কীভাবে আবেদন করবেন : এখানে আবেদন করার মেথড হলো অফলাইন। ‘Paschim Medinipur Future Care Society’ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনেপত্রটি ডাউনলোড করে নিতে হবে। এরপর সেই ফর্ম উপযুক্ত তথ্যাদি সহ জুড়ে নিচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

students

মাথায় রাখেন নিম্নোক্ত ঠিকানায় চিঠি পৌঁছালে তবেই মিলবে স্কলারশিপ।
ঠিকানা: Paschim Medinipur Future Care Society
Aliganj, Kellapukur
P.O:- Midnapore
PIN- 721101
Paschim Medinipur, West Bengal
Written by Antara Banerjee.