এবার বাঁচাবে আরও টাকা! পুজোর মরশুমে গ্রাহকদের দারুণ এক অফার নিয়ে এল SBI

সামনেই পুজোর মরশুম, এবার ঢাকে কাঠি পড়লো বলে। আর পুজোর মরশুমে এসবিআই (State Bank of India) তাদের গ্রাহকদের কেনাকাটার জন্য নিয়ে এসেছে এক দারুণ অফার! স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবার চালু করেছে তাদের নতুন ক্রেডিট কার্ড, ‘ক্যাশব্যাক SBI কার্ড’। এবার পুজোয় এই কার্ড ব্যবহার করে কেনাকাটা করলেই একগুচ্ছ সুবিধা পেয়ে যাবেন ব্যাবহারকারীরা।
ফ্ল্যাট ৫ % ক্যাশব্যাক এর অফার নিয়ে হাজির SBI। সমস্ত প্ল্যাটফর্মেই মিলছে এই অফার। সারা দেশের গ্রাহকরা এমনকি Tier-2 এবং Tier-3 শহরে বসবাসকারী লোকেরাও এই কার্ড ব্যবহার করে বিরাট ফায়দা পেয়ে যাবেন।
কোথায় আবেদন করবেন এই নয়া কার্ডের জন্য : গ্রাহকরা ডিজিটাল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম SBI Card SPRINT-এর মাধ্যমে ‘ক্যাশব্যাক SBI কার্ড’-এর জন্য আবেদন করতে পারবেন।
কী কী সুবিধা দিচ্ছে SBI : নতুন এই কার্ড ব্যবহার করতে আপাতত কোনো টাকা লাগছে না। একেবারে মার্চ ২০২৩ পর্যন্ত বিনামুল্যে সুবিধা লাভ করবেন আপনি। সাথে সমস্ত কেনাকাটায় রয়েছে আনলিমিটেড ১% ক্যাশব্যাক। আর ১০,০০০ টাকা পর্যন্ত ৫% ক্যাশব্যাক দিচ্ছে SBI।
কার্ডটি সেইসাথে অটো ক্রেডিট সুবিধার সাথে উপলব্ধ। অর্থাৎ এক্ষেত্রে ব্যবহারকারীদের স্টেটমেন্ট তৈরি হওয়ার ২ দিনের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে আপনি যে পরিমাণ ক্যাশব্যাক পেয়েছেন তা আপনার বিল অ্যামাউন্ট এর থেকে বাদ হয়ে যাবে। ফলে আপনাকে কম টাকা পে করতে হবে ক্রেডিট কার্ড এর রিপেমেন্ট বাবদ।
অতিরিক্ত কি সুবিধা রয়েছে : SBI ক্যাশব্যাক ক্রেডিট কার্ডের রয়েছে আরও অনেক বিশেষ বৈশিষ্ট্য। প্রতিবছর ৪টি কমপ্লিমেন্টারি ডোমেস্টিক বিমানবন্দর লাউঞ্জ ফ্রীতে উপভোগ করবেন আপনি। তবে মাথায় রাখবেন আপনি প্রতি ৩ মাসে একবার এই সুবিধা উপভোগ করতে পারবেন।
সেই সাথে জ্বালানির চার্জ থেকেও মিলবে মুক্তি। ১% জ্বালানি চার্জ মকুব করে দেয় এই কার্ড। তবে এই সুবিধা উপলব্ধ ৫০০ থেকে ৩,০০০ টাকার জ্বালানি চার্জ এর ক্ষেত্রে। ব্যবহারকারীদের বছরে ৯৯৯ টাকা দিতে হবে এই কার্ড চালু রাখতে গেলে। সাথে GST আরো যোগ হবে।