এবার থেকে আরও বাড়বে খরচ! কোটি কোটি গ্রাহকদের বড় ঝটকা দিল SBI

আপনিও যদি ঋণ নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনার জন্য খারাপ সময় অপেক্ষা করছে। দেশের বৃহত্তম সরকারি ব্যাংক এসবিআই (State Bank of India) তাদের ঋণ আরো দামি করেছে। সদ্যই তারা বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট (BPLR) বাড়ানোর ঘোষণা করেছে। অর্থাৎ বাড়বে ঋণের ওপর সুদের হার।

এই BPLR এর ওপরই নির্ভর করে গ্রাহকরা কত সুদে ঋণ পাবেন। EMI, গাড়ির জন্য নেওয়া লোন, বাড়ির জন্য নেওয়া লোন সবই দামী হবে। আজ অর্থাৎ ১৫ মার্চ থেকে লাগু হবে এই নতুন রেট। তাহলে অতিরিক্ত কত দিতে হবে? চলুন সেটাও জানাচ্ছি।

SBI এবার এক ধাক্কায় ৭০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিয়েছে সুদের হার। এক্ষেত্রে BPLR এর পরিমাণ ১৪.১৫% থেকে বেড়ে হয়েছে ১৪.৮৫%। এছাড়া বেশ রেটও ৯.৪০% থেকে বাড়িয়ে ১০.১০% করেছে ব্যাংক। রেপো রেট বাড়ার কারণে দামী হয়েছে ঋণ।

img img fl14 sbi inset 2 1 1 4ia17om5

এখন কত সুদে ঋণ পাওয়া যাচ্ছে?
কয়েকদিন আগেই MCLR এর রেটও বাড়িয়েছে SBI। শেষবার রেট বাড়ানোর পর MCLR দাঁড়িয়েছে ৭.৯০% এ। ১ মাস থেকে ৩ মাসের জন্য নেওয়া ঋণে সুদের হার দাঁড়িয়েছে ৮.১০%। ৬ মাসের ক্ষেত্রেও সেটাই হয়েছে ৮.৪০%। ১ বছরের ক্ষেত্রে ৮.৫০%, ২ বছরের জন্য ৮.৬০%। ৩ বছরের ঋণের সুদের হার দাঁড়িয়েছে ৮.৭০%।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button