মাত্র ১০ হাজার টাকায় বাড়িতে বসে শুরু করুন এই দারুণ ব্যবসা, প্রতিমাসে হবে মোটা টাকা আয়

রোজগার ব্যস্ততার জীবনে চাকরির ঝামেলায় জর্জরিত সবাই। ইচ্ছে অনেক হয় এইসব ছেড়েছুড়ে দিয়ে একটা ব্যবসা খুলতে (Business), কিন্তু সমস্যার শুরু হয় পুঁজি দিয়ে। ক্ষুদ্র পুঁজিতে আজকাল কী ব্যবসা করা যায় তা অনেকেই জানেননা। আমরা এর আগেও আপনাদের জানিয়েছি এই ব্যাপারে। আর এবারেও এক দুর্দান্ত আইডিয়া নিয়ে এসেছি।
ব্যবসা করতে চাইলেও অন্তরায় হয়ে দাঁড়ায় পুঁজি এবং সঠিক ব্যবসায়িক ধারণার সমস্যা। এই দুই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি আমরা, সাথে বোনাস হলো দারুণ উপার্জনও করত পারবেন এই ব্যবসা থেকে। চলুন দেখে নেওয়া যাক কীসের ব্যবসা করবেন আপনি আর কতই বা লাভ হবে।
কীসের ব্যবসা : আজ যে ব্যাবসার ব্যাপারে বলতে চলেছি সেটি হলো কলার গুঁড়ো ব্যবসা। তাই খুব বেশি সমস্যা হবে না আপনাদের। কলা বিক্রির পাশাপাশি কলার গুঁড়ো ব্যবসাও শুরু করতে পারেন আপনি।
কী কী লাগবে আর বিনিয়োগ কত করতে হয়: কলার ব্যবসা শুরু করতে প্রথমেই আপনাকে ১০ থেকে ১৫,০০০ টাকার প্রয়োজন পড়বে। পাউডার তৈরির জন্য দরকার হবে দুটি মেশিন লাগবে। প্রথমটি হলো ব্যানানা ড্রায়ার মেশিন এবং দ্বিতীয়টি হলো মিক্সচার মেশিন।
আপনি চাইলে নিকটস্থ কোনো বড়বাজারে গেলেই এই দুই মেশিন পেয়ে যাবেন। অথবা আপমি www.indiamart.com এর ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া সম্ভব হবে।
কী করতে হবে : প্রথমে সোডিয়াম হাইপোক্লোরাইট দ্রবণ দিয়ে ভালো করে পরিষ্কার করুন। তারপর খোসা ছাড়িয়ে সাথে সাথেই সাইট্রিক অ্যাসিড দ্রবণে ৫ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। এর পর ফলগুলোকে বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিন। পরবর্তী ক্ষেত্রে কলার ওই ছোট টুকরোগুলোকে ৬০° গরম বাতসে ভালো করে শুকিয়ে ২৪ ঘণ্টা ওইভাবে রেখে দিন। এরপর পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই মিক্সার গ্রাউন্ডারে ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে।
কত উপার্জন হবে : ভালো করে প্যাক করে বাজারে বিক্রি করলে বেশ চড়া দাম পাবেন আপনি। বাজারে এই পাউডারের দাম ৮০০ থেকে ১০০০ টাকা প্রতি কেজি। ফলে আপনার যে বেশ ভালোই রোজগার হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।