জন্মদিনে শ্রাবন্তীর প্রাক্তনের থেকে বিশেষ উপহার, ‘ভালোবাসি” লিখলেন নুসরত! কী দিলেন যশ?

৩৩ বছর বয়সে পা দিলেন টলি কুইন নুসরত জাহান (Nusrat Jahan)। মধ্যরাত্রি থেকেই শুভেচ্ছার বন্যা বইছে তার জন্য। সোশ্যাল মিডিয়াতে ভক্তরা তাকে উইশ করতে ভোলেনি। আবার নিজেও কিছু ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের মধ্যে। ইনস্টাগ্রামে তার বিশেষ ঝলকও দেখা গিয়েছে। আবার ইন্সটাগ্রামে জন্মদিনের এক মজাদার ভিডিও শেয়ার করতেও দেখা গিয়েছে।

এসবের মধ্যে নুসরত ভাগ করে নিয়েছেন বিশেষ কিছু উপহার। এই যেমন শ্রাবন্তী চক্রবর্তীর (Srabanti Chatterjee) ‘প্রাক্তন’ অভিরূপ নাগ চৌধুরীর কাছ থেকে আসা বিশেষ উপহার ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করেছেন তিনি। কিন্তু যশ কি উপহার দিলেন নিজের প্রেমিকাকে?

ad839fd0 9a1c 47c0 a37f 3347cbaefdd3 1673148576665

যশের কেক নিয়ে হাজির হয়েছিলেন। সেই ছবি শেয়ার করে লিখলেন, ‘আমার এতদিনের সবচেয়ে প্রিয় জন্মদিনের কেক’। সাথে যশ তাঁর জন্মদিনে যে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন সেটাও শেয়ার করে নেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘I Love You’।

screenshot 2023 01 08 at 12.44.17 pm

এদিকে যশ নুসরতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার দিনগুলো তোমার হাসির মতৌই রৌদ্রজ্জ্বল হোক, তোমার চোখের মতোই উজ্জ্বল হোক! আশা করি এই জন্মদিন দুর্দান্ত কাটবে @নুসরত জাহান।’

সোশ্যাল মিডিয়াতে প্রেমের গদগদ সম্পর্ক দেখাতে ছাড়েননা তারা। একেবারে Cozy Couple বলা যায় তাদের। তাছাড়া এর আগে তাদের সম্পর্ক যখন প্রকাশ্যে আসেনি তখনো যশের জন্মদিনে ‘হাজবেন্ড’ লেখা কেকের ছবি শেয়ার করে তাদের সম্পর্কের ব্যাপারে জানিয়েছিলেন নুসরত।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button