বজ্রঝড় সহ ঝেঁপে বৃষ্টি, দুপুর গড়ালেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় ঘনাবে কালো মেঘ! থাকুন সতর্ক

দু’একদিন ধরে স্বস্তির হাওয়া বইছে পশ্চিমবঙ্গে (West Bengal)। বিশেষ করে জামাই বাবাজীবনরা বেশ আরামেই রয়েছেন। একদিকে, সরকারের তরফ থেকে জামাইষষ্ঠীর দিনে অর্ধদিবস ছুটি ঘোষণা হয়েছিল, অন্যদিকে জায়গায় জায়গায় বৃষ্টি এই প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি দিয়েছে। বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিনে রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি, কালবৈশাখী (Kalbaisakhi) হওয়ায় পারদ অনেকটাই কমেছে।
আর এরই মধ্যে শুক্রবার বিকেলের দিকে ফের দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে।
লাগাতার দুদিন ধরে, বিশেষ করে কাল সন্ধের পর থেকে তুমুল ঝড়-বৃষ্টির সাক্ষী থাকে কলকাতা (Kolkata) সহ রাজ্যের একাধিক জেলা। কোথাও জল জমেছে আবার কোথাও ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে গিয়েছে। শুধু তাই নয়, একাধিক জায়গায় কালবৈশাখী ঝড়ের কারণে বহু বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বহু বাড়ির বিদ্যুৎ চলে গিয়েছে। যে কারণে চরম বিপাকে পড়েছেন মানুষ। এহেন অবস্থায় আবারও নতুন করে আবহাওয়া প্রসঙ্গে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবারের পর আজ শুক্রবারও কলকাতা এবং দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলাগুলিতে তুমুল বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দোসর হবে ঝোড়ো হাওয়া।
অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তেও বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে অনেকটাই তাপমাত্রাও কমেছে। শুনতে অবাক লাগলেও এখন এটাই সত্যি। অন্যদিকে আবহাওয়া বিজ্ঞানীরা আশা করছেন যে জুনের প্রথম সপ্তাহে বর্ষা কেরালায় প্রবেশ করবে। বৃহস্পতিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা মরসুমের গড়ের থেকে চার ডিগ্রি কম