বিকেল হলেই ঝড়, শিলাবৃষ্টি! দক্ষিণবঙ্গের এই জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দফতর

জামাইষষ্ঠীর দিনে আবহাওয়ার ব্যপক মুড বদল। বিগত কয়েকদিনের দাবদাহের পর কিছুটা শান্ত হয়েছে সূর্যদেব। এবার জামাইষষ্ঠীর দিনে জামাই বাবাজিদের স্বস্তি দিতে দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের খবর। তবে এর সঙ্গে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভবনাও রয়েছে।

হাওয়া অফিসের মতে জামাইষষ্ঠীর দিন বিকেলে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই মাঝারি বৃষ্টি হতে পারে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। আজও ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি হতে পারে। এই আবহে এই সবকটি জেলাতেই জারি করা হয়েছে কমলা সতর্কতা।

এছাড়াও হাওয়া অফিস জানিয়েছে যে, উত্তরবঙ্গের সব জেলাতেই আজ ঝড়বৃষ্টি হবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। উত্তরবঙ্গের আট জেলা – দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এর মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু কিছু জায়গায় হতে ভারী বৃষ্টি। আগামী কয়েকদিন এই বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আইএমডি ইতিমধ্যে জানিয়েছে যে দেশজুড়ে আর তাপপ্রবাহের আপাতত সৃষ্টি হবে না। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে।  আবহাওয়া দফতর উত্তর ভারতের বিভিন্ন জায়গায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে এবং আগামী ২-৩ দিন পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

weather 1

আইএমডি জানিয়েছে, ‘গোটা ভারতে তাপপ্রবাহের অবসান হয়েছে। তাপমাত্রা কমবে এবং আকাশ মূলত মেঘলাই থাকবে। রাজস্থান, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং চণ্ডীগড়ে শিলাবৃষ্টি, ঝড় এবং বৃষ্টির জন্য আমরা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছি। আগামী ২-৩ দিন পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।‘

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button