বিগত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের (West Bengal) তাপমাত্রা নেমেছে অনেকখানি। দফায় দফায় ঝড়-বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। স্বস্তি পেয়েছে কলকাতাও (Kolkata)। রবিবার দিন সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ছুটির দিন রবিবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের উত্তর পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই জেলাগুলোয় ঝোড়ো হাওয়াও বইতে পারে। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে IMD।
আবহাওয়া দফতরের মতে, মঙ্গলবার ৩০ মে থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির দাপট কমবে। পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা। আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙে সূর্যের তেজ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর , পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রিরও ওপরে উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের সূত্র মতে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি চলবে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝড়।