বহু শখের জিনিস, মন দিয়ে সাজিয়েছেন ঘর! সৌরভের বাড়ির অন্দরমহলের ছবি দেখলে ‘হাঁ” হয়ে যাবেন

ধরিত্রীর বুকে প্রাপ্ত স্বর্গ সুখের সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। বাড়ি তো নয়, এ যেন কোনো প্রাসাদ। আর সেই প্রাসাদের মধ্যে মজুত তার পছন্দের সমস্ত জিনিস। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি নিজের ক্রিকেট সম্পর্কিত কার্যকলাপের জন্য পরিচিত থাকলেও বর্তমানে তারচেয়েও বেশি অলোচিত হচ্ছে তার বাড়ির অন্দরমহলের সাজসজ্জা। বেহালার বিরেন রয় রোডের পাশে অবস্থিত আধুনিকতা আর সাবেকিয়ানার মিশেলে তৈরি এই বাড়ির অন্দরমহল দেখলে মাথা ঘুরবে যে কারোর।
লিভিং রুম : এটি হলো সেই জায়গা যেখানে তিনি তার পরিবারের সাথে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন। লিভিং রুমের রঙের দেওয়ালের সঙ্গে মানান সই সোফা এবং সেন্টার টেবিল। এখানেই দেওয়ালে লাগানো রয়েছে টেলিভিশন। এখানেই বসেই ম্যাচ দেখেন তিনি।
ডাইনিং এরিয়া : বাঙালি মানেই অতিথি আপ্যায়ন। সচিন তেন্ডুলকর থেকে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বাড়িতে আসা অতিথিদের এখানেই ভুরিভোজ করান সৌরভ-জায়া ডোনা। মাস কয়েক আগে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও।
বিস্তৃত বাগান : এছাড়াও রয়েছে একটি বিস্তৃত লন তথা বাগান। এখানেই সকালবেলা হাঁটাহাঁটি করেন সৌরভ। এমনকি ক্রিকেট অনুশীলনের পিচও রয়েছে এখানে।
স্মৃতিতে ভরা একটা ঘর : নামটা শুনেই হয়তো আন্দাজ করতে পারেছেন। বিশাল প্রাসাদের মধ্যে এমন একটি রুম রয়েছে যেটি মহারাজের বড্ডো কাছের। এখানে রয়েছে পুরস্কার, ট্রফি এবং অন্যান্য নানা স্মৃতিচিহ্ন।
গেস্ট রুম : এরপরেই রয়েছে গেস্টরুম। এটি মূলত অতিথিদের জন্যই তৈরি। সোফা, সেন্টার টেবিল আর বড়ো ঝাড়বাতি দিয়ে সাজানো এই রুমটির সৌন্দর্যও দেখার মতো।
ব্যালকনি : বাঙালি বাড়িতে ব্যালকনি থাকবেনা তাই কখনো হয়? বেশকিছু গাছগাছালি নিয়ে সাজানো মহারাজের বাড়ির এই ব্যলকনিটি। এটি সৌরভের অন্যতম প্রিয় একটি জায়গা।
বাড়ির প্রিয় কোণা : ব্যালকনির মতোই আরো একটি পছন্দের জায়গা রয়েছে সৌরভের। সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের কাপটা এখানেই শেষ করেন তিনি। সাথে অবশ্যই থাকে খবরের কাগজ। খেলার খবর ছাড়া দিন শুরু হয় না যে।