এই গ্রাহকরা আর পাবেন না নতুন সিম, নয়া নিয়ম আনল সরকার! রইল কারণ

আপনিও কি শীঘ্রই নতুন সিম (SIM Card) নেওয়ার পরিকল্পনা করেছেন? তাহলে আজকের প্রতিবেদন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেলিকম মন্ত্রক সিমকার্ড সংক্রান্ত নিয়মে বড় রদবদল এনেছে। অনেকেই এই সিদ্ধান্তে খুশি হয়েছেন আবার অনেকে এই সিদ্ধান্ত পছন্দ করেননি।

আসলে নয়া নিয়মে কিছুজন খুব সহজেই সিম কার্ড নিতে পারেন আবার কিছুজনের ক্ষেত্রে সিম কার্ড পাওয়া খুবই জটিল হয়ে গিয়েছে। এমনকি নয়া নিয়মে বাড়িতে বসেই সিমকার্ড পেয়ে যাবেন গ্রাহকরা। চলুন দেখে নেওয়া যাক নিয়মে কী কী পরিবর্তন এনেছে সরকার।

নতুন নিয়মে এবার থেকে ১৮ বছরের কমবয়সী কেউই সিম কার্ড নিতে পারবেন না। কিন্তু ১৮ বছরের ঊর্ধ্বের ব্যক্তিদের জন্য সিমকার্ড নেওয়া অনেক সহজ করে দিয়েছে সরকার। প্রাপ্তবয়স্ক যে কেউই DigiLocker এ থাকা নথির মাধ্যমে যাচাই প্রক্রিয়া জলদি শেষ করতে পারবেন।

গতবছর ১৫ সেপ্টেম্বর টেলিকম মন্ত্রকের এই পদক্ষেপ অনুমোদন দেয় মন্ত্রীসভা। এবার থেকে UIDAI এর আধার ভিত্তিক e-KYC এর মাধ্যমে মাত্র ১ টাকা দিয়েই নিজের সমস্ত তথ্য যাচাই করে নিতে পারবেন ব্যবহারকারীরা।

জানিয়ে রাখি এই সিদ্ধান্ত নেওয়ার ফলে বিপুল সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সিম নেওয়ার জন্য আর কোথাও যেতে হবে না। UIDAI সিস্টেমের কারণে বাড়িতে বসেই সিম এর ডেলিভারি নিতে পারবেন আপনারা। শুধুমাত্র DigiLocker এর মাধ্যমে নিজের তথ্য যাচাই করেই সিমের ডেলিভারি নিতে পারেন।

sim card and mobile phone
sim card and mobile phone

কিন্তু DoT এর নয়া নিয়মে ১৮ বছরের কম কেও সিম নিতে পারবেন না। এছাড়া মানসিকভাবে অসুস্থ কোনো ব্যক্তিও সিম কার্ড পাবেননা। তাছাড়া টেলিকম মন্ত্রক হুঁশিয়ারি দেয় যে, যদি কোনো ব্যক্তি এরকম কাওকে সিম বিক্রি করে তাহলে কঠোর শাস্তির মুখে পড়বেন তারা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button