ভারত চোখ রাঙাচ্ছে মানে ICC’ও কিছু করতে পারবে না! পাকিস্তানকে উলঙ্গ করল শাহিদ আফ্রিদি

এশিয়া কাপে কি পাকিস্তানে (Pakistan) যাবে ভারত (India)? যদি না যায়, তাহলে কী পাকিস্তান দল কি ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ খেলতে অস্বীকার করবে? এতে পাকিস্তানের কতটা ক্ষতি হবে? এসব প্রশ্নের অকপট উত্তর দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে তিনি বলেছেন যে, পাকিস্তানের এত ক্ষমতা নেই যে কোনও অবস্থান নিতে পারে। আর্থিকভাবে দুর্বল হয়ে বিশ্বের সামনে দাঁড়িয়েছে। এ সময় তিনি ভারতের প্রশংসাও করে বলেন যে, ভারত আজ যা বলতে পারছে, কারণ তাঁরা যোগ্য করে তুলেছে নিজেকে।

এশিয়া কাপ নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে আফ্রিদি বলেন, ‘যখন একটি দেশ নিজের পায়ে দাঁড়াতে পারে না, তখন তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া এত সহজ নয়। অনেক কিছু দেখতে হয়। ভারত যদি চোখ রাঙাচ্ছে বা এভাবে কথা বলছে মানে তারা নিজেদের শক্তিশালী করেছে, এই কারণেই তারা এই কথা বলতে পারছে।

তিনি বললেন, ‘আপনি নিজেকে শক্তিশালী করুন এবং তারপর সিদ্ধান্ত নিন। এশিয়া কাপে ভারত আসবে কি আসবে না, বা পাকিস্তান ভারতে যাবে কি না, আমার কোনো ধারণা নেই। তবে পাকিস্তান বোর্ডকে অবস্থান নিতে হবে। আইসিসির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল, আইসিসির এগিয়ে আসা উচিত ছিল। কিন্তু আইসিসিও ভারতীয় ক্রিকেট বোর্ডের সামনে কিছু করতে পারবে না।

শাহিদ বলেন, ‘আমিও আবেগের সঙ্গে বলব, যাওয়ার দরকার নেই। তবে এই সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিতে হয়। অনেক কিছু দেখতে হয়। আপনার আর্থিক ব্যবস্থা দেখতে হবে। বর্তমানে আপনার অবস্থা খারাপ, এমন পরিস্থিতিতে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না।

shahid afridi crictoday 1 1

আসন্ন বিশ্বকাপে পাকিস্তান ভারতে না এলে ৩ কোটি ডলারের ক্ষতি হবে। এতে দক্ষিণ আফ্রিকাও অনেক উপকৃত হবে। তাদের কোয়ালিফায়ার খেলতে হবে না এবং সরাসরি এন্ট্রি পাবেন। অন্যদিকে, ভারত এশিয়া কাপ পাকিস্তানের পরিবর্তে অন্য কোনো দেশে আয়োজনের কথা বলেছে। এশিয়া কাপে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button